কেন নাচলেন না নোরা?

গতকাল শুক্রবার (১৮ নভেম্বর) ঢাকায় আসেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। এদিন ঢাকায় ওমেন লিডারশিপ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগও দেন তিনি। রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন হলে মঞ্চে উঠেন তিনি। তবে মঞ্চে উঠলেও নাচেননি নোরা ফাতেহি।

রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন হলের মঞ্চে নোরা ফাতেহি।

ভক্ত-অনুরাগীরা ভেবেছিল মঞ্চ মাতাবেন এই তারকা নৃত্যশিল্পী। কিন্তু টাকা দিয়ে টিকিট কিনেও হতাশ হতে হয় তাদের। অনুষ্ঠান শেষে একরাশ হতাশা নিয়েই বাড়ি ফেরেন তারা। এই হতাশা গোপনও রাখেননি অনেকে।

ভক্ত-অনুরাগীদের এমন হতাশ প্রতিক্রিয়ার পর মঞ্চে নোরার না নাচা নিয়ে কথা বলেছেন আয়োজক প্রতিষ্ঠান উইমেন লিডারশিপ করপোরেশনের প্রধান ইশরাত জাহান মারিয়া।

নোরা ফাতেহি।

সংবাদমাধ্যমকে তিনি বলেন, সরকারি প্রজ্ঞাপনে নোরা ফাতেহির পারফর্ম করার অনুমোদন ছিল না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাছাড়া তিনি সাত ঘণ্টা জার্নি করে এসেছেন। তাই তিনি অনেক ক্লান্ত ছিলেন। এ অবস্থায় আমাদেরও তাকে কিছু বলার ছিল না।

নোরা ফাতেহি।

এর আগে নানা নাটকীয়তার পর নোরা ফাতেহিকে বাংলাদেশে আসার অনুমতি দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //