পড়শীকে ভক্তদের অনুরোধ

জনপ্রিয় সংগীতশিল্পী পড়শী সম্প্রতি ‘মারিয়া ওয়ান পিস’ নামের একটি নাটকে অভিনয় করে বেশ সাড়া ফেলেছেন। সাজিন আহমেদ বাবু পরিচালিত এই নাটকে পড়শীর বিপরীতে অভিনয় করেছেন কলকাতার ঋষি কৌশিক।

পড়শী জানিয়েছেন, ভালো গল্প ও প্রজেক্ট পেলে এখন থেকে নাটকে নিয়মিত অভিনয় করবেন।

গান থেকে অভিনয়ে আসার অনুভূতি জানিয়ে পড়শী বলেন, ‘কণ্ঠশিল্পী থেকে অভিনেত্রী হওয়ার অনুভূতি অবশ্যই ভালো। নতুন যাত্রা যখন ভালো কিছু দিয়ে শুরু হয়, তখন অবশ্যই ভালো লাগে। নাটকটিতে কাজ করার আগে দ্বিধা-দ্বন্দ্বে ছিলাম, সবাই কী ভাববে বা কেমন করে নেবে। তবে নাটকটি প্রচার হওয়ার পরে বুঝলাম মানুষ ভালোভাবেই এটা নিয়েছে, বেশ সাড়া পাচ্ছি। সেটা অবশ্যই ভালো লাগছে। কাজ করতেও ভালো লেগেছে।’

ঋষি কৌশিকের সাথে কাজ করেও খুব ভালো লেগেছে। ক্যামেরা অন হওয়ার আগ পর্যন্ত ঋষি কৌশিকের সাথে হাই হ্যালোও করা হয়নি। ক্যামেরার সামনেই প্রথম সামনা-সামনি হয়েছি এবং কথা বলেছি। তিনি অনেক হেল্পফুল ছিলেন। ফলে কোনো সমস্যা হয়নি।’

এর আগে ‘মেন্টাল’ সিনেমায় শাকিব খানের সাথে একটা গানে পারফর্ম করেছিলেন পড়শী। সিনেমায় অভিনয় নিয়ে তিনি বলেন, ‘সিনেমায় অভিনয় করার কথা এখনই ভাবছি না। নাটকটি দিয়ে তো কেবল অভিনয় শুরু করলাম। ফলে ভালো গল্প আর প্রজেক্ট পেলে নাটকে নিয়মিত হওয়ার ইচ্ছে আছে।’

এদিকে গেল ঈদে পড়শীর কণ্ঠে ‘নসিব’, ‘হাঙ্গর’ ও ‘প্রিয়জন’ নাটকে তিনটি গান প্রকাশ হয়েছে। 

এ বিষয়ে তিনি বলেন, ‘গানগুলোর জন্য বেশ ভালো সাড়া পাচ্ছি। ‘একটা গল্প’ গানটার সাড়া বেশি ভালো পাচ্ছি। নাটকের গান তো নাটকের মধ্যেই থাকে। ফলে ওভাবে গানগুলো আলাদাভাবে পৌঁছে না। খুব কম নাটকই হয়, যেখানে গানটা আলাদাভাবে দর্শকের কাছে যায়। তবে যে কয়টা নাটকে গান গেয়েছি, সেগুলোর বেশ ভালো সাড়া এসেছে।’

একক গানেরও প্রস্তুতিও নিচ্ছেন পড়শী। তিনি বলেন, ‘সলো গান প্রস্তুত করছি। কোরবানির ঈদে আমার একটা গান আসছে।’

সিনেমার প্লেব্যাক নিয়ে তিনি বলেন, ‘ইদানীং প্লেব্যাক কম করছি। কারণ এখন তো সিনেমা কম হচ্ছে। কাজ যেহেতু কম হচ্ছে, তাই সিনেমার গান তেমন করছি না।’

ব্যক্তিগত সময় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে পড়শী বলেন, ‘ব্যক্তিগত সময় কাজের ভেতর দিয়েই যাচ্ছে। সব কিছু মিলিয়ে ভালো। আর আমি ব্যক্তিগত পরিকল্পনা সেভাবে করি না কখনো। কপালে যা আছে, সেটাতেই বিশ্বাস করি।’

খুদে শিল্পী থেকে বড় শিল্পীতে পরিণত হওয়া নিয়ে তিনি বলেন, ‘তখনকার থেকে এখন খুব বেশি বয়স হয়নি। খুদে থেকে যে খুব বিশাল কিছু হয়ে গেছি, তা মনে করি না। তবে যতটুকু পেয়েছি তাতেই আমি তৃপ্ত।’

পড়শী আরো জানালেন, কয়েক বছর আগে ‘শ্রাবণ এসেছিল গান হয়ে’ শিরোনামে একটি টেলিফিল্মে অভিনয় করেছিলেন। এরপর গেল ৯-১০ বছর বহু নাটকে অভিনয় করার প্রস্তাব পেয়েছেন তিনি; কিন্তু গল্প ও চরিত্র কোনোটাই তার মন ছুঁয়ে যেতে পারেনি। অনেক বছর পর পড়শী নিজের মনের মতো গল্প আর চরিত্র পেলেন। ফলে এবার তিনি অভিনয় করলেন।

চ্যানেলে প্রচারিত হওয়ার পর নাটকটি ৬ মে আরটিভির ইউটিউবে প্রকাশিত হয়। দর্শক পড়শীর অভিনয়ে মুগ্ধ হয়ে তার অভিনয়ের ভূয়সী প্রশংসা করছেন। তার ভক্ত-দর্শকরা তাকে অভিনয়ে নিয়মিত হওয়ার বিশেষ অনুরোধ করছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //