ববিতার কথা বলা ময়না পাখিটি আর নেই

এক সময়ের জনপ্রিয় চিত্র নায়িকা ববিতা  ৮-৯ বছর ধরে একটি ময়না পাখি পোষতেন। সম্প্রতি তার সেই কথা বলা ময়না পাখিটা মারা গেছে। 

ববিতা এখন দেশের বাইরে কানাডায় পুত্র অনিকের কাছে আছেন। সেখানে থাকা অবস্থায়ই ময়না পাখির মৃত্যুর খবর শোনেন।

ববিতা বলেন, ‘ঢাকা থেকে যখন ময়নার মৃত্যুর খবরটি শুনেছি, তখন খুব কষ্ট পেয়েছি। খুব কান্না পেয়েছিল। পাখিটি আমার পরিবারেরই একজন সদস্যর মতো ছিল। তারসঙ্গে আমার অনেক সময় কাটতো। আমার মতো করে হাসতো, প্রতিদিন ঘুম থেকে উঠলেই আমাকে দেখে বলতো অনিক কই, আমাকে পপি আপা বলে ডাকতো, সবাই চলে যাবার সময় বলত খোদা হাফেজ। এসব মনে করে কষ্ট হচ্ছে।’

ববিতা ঢাকার গুলশানে তার বাসায় ছাদ বাগান করেছেন। সেখানে নানা ধরনের গাছ-গাছালি লাগিয়েছেন। তার বাগানটি বেশ খ্যাতি অর্জন করে। ছাদের উপর প্রকৃতির এক অপার সৌন্দর্য সৃষ্টি করে রেখেছেন। তার এই ছাদ বাগান নিয়ে বিভিন্ন সময়ে প্রতিবেদনও প্রকাশিত হয়। 

গ্রামের বাঁশঝাড়, পাখি, চারপাশের সবুজ খেত মুগ্ধ করত এই অভিনেত্রীকে। শৈশব থেকেই গ্রামীণ কৃষির প্রতি প্রবল আগ্রহ খ্যাতিমান অভিনেত্রী ববিতার। সেই ইচ্ছা থেকেই তিনি নিজ বাড়ির আঙিনায় গড়ে তোলেন ফুল, ফল আর সবজির বাগান। সেগুলোর নিয়মিত পরিচর্যা করা তার দিনের প্রধান কাজগুলোর একটি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //