বুসান চলচ্চিত্র উৎসবে যায়গা পেল ফারুকীর ‘নো ল্যান্ডস ম্যান’

দক্ষিণ এশিয়ার সম্মানজনক চলচ্চিত্র উৎসব বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এর কিম জিসেওক অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছে খ্যাতিমান নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত সিনেমা নো ল্যান্ডস ম্যান।

সোমবার (৬ সেপ্টেম্বর) উৎসবটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। এ বিভাগে আরও ছয়টি সিনেমা জায়গা করে নিয়েছে।

৬ অক্টোবর শুরু হবে বুসান চলচ্চিত্র উৎসবের ২৬তম আসর, আর কিম জিসেওক অ্যাওয়ার্ড দেয়া হবে চতুর্থবারের মতো।

কিম জিসেওক ছিলেন উৎসবটির পরিচালক। তিনি ২০১৭ সালে মারা যান। তার সম্মানেই প্রবর্তন করা হয় এ পুরস্কার।

কিমের ইচ্ছা অনুযায়ী, এশিয়ান সিনেমার সমসাময়িক অবস্থানকে প্রতিফলিত করে এমন সবচেয়ে আকর্ষণীয় চলচ্চিত্রকে পুরস্কার দেয়া হয়। দুজন বিজয়ী পাবেন ১০ হাজার আমেরিকান ডলার।

আমেরিকা, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, বাংলাদেশের সিনেমা নো ল্যান্ডস ম্যান এ অভিনয় করেছেন ভারতের নওয়াজউদ্দিন সিদ্দিকী, ঈশা চোপড়া, বিক্রম কোচার, কিরণ খোজে, অস্ট্রেলিয়ার মেগান মিশেল, বাংলাদেশের তাহসান খান। সিনেমার সংগীতে যুক্ত আছেন উপমহাদেশের বিখ্যাত সংগীত পরিচালক এ আর রহমান।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //