‘রক্তমাখা সিঁড়ি’ গানের তথ্যচিত্রে তারিন

জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত ‘রক্তমাখা সিঁড়ি’ গানটির তথ্যচিত্রে অভিনয় করলেন জনপ্রিয় অভিনেত্রী তারিন জাহান।

রক্তমাখা সিঁড়ি গানটির তথ্যচিত্র নির্মাণ করেছেন নির্মাতা সোহেল রানা বয়াতী। তথ্যচিত্র পরিচালনার পাশাপাশি চিত্রনাট্যও লিখেছেন তিনি। চিত্রগ্রহণ করেছেন কমল চন্দ্র দাস। গানটি লিখেছেন গীতিকার সুজন হাজং এবং সুর ও সংগীতায়োজন করেছেন সুমন কল্যাণ। রক্তমাখা সিঁড়ি গানে কণ্ঠ দিয়েছেন এ প্রজন্মের সংগীতশিল্পী নিশিতা বড়ুয়া। 

এ প্রসঙ্গে তারিন বলেন, 'বঙ্গবন্ধু বাঙালির চেতনার বাতিঘর। বঙ্গবন্ধুকে হারানোর শোককে শক্তিতে রূপান্তরিত করার প্রয়াস পেয়েছি এ তথ্যচিত্রে অংশ নিতে পেরে। আমি এখানে নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর মৃত্যুঞ্জয়ী সত্তাকে তুলে ধরার চেষ্টা করেছি'।

সুজন বলেন, 'তারিন একজন গুণী অভিনেত্রী। বঙ্গবন্ধুকে নিয়ে আমার লেখা রক্তমাখা সিঁড়ি শিরোনামের গানটিতে অভিনেত্রী হিসেবে তারিনকে নির্বাচন করেছি। কারণ গানের হৃদয়স্পর্শী সুর এবং অসাধারণ গায়কী, সবকিছু মিলিয়ে বঙ্গবন্ধুকে নতুন প্রজন্মের কাছে উপস্থাপনা করতে তারিনকেই আমার উপযুক্ত মনে হয়েছে'।

সম্প্রতি ধানমণ্ডি বত্রিশ নম্বর, স্বাধীনতা জাদুঘর, জগন্নাথ হল, শিখা চিরন্তনসহ রাজধানীর বেশকিছু এলাকায় দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।

জাতীয় শোক দিবসে গীতিকার সুজন হাজংয়ের ইউটিউব চ্যানেলে তথ্যচিত্রটি প্রকাশ করা হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //