ঝড় তুলেছে আশফাক নিপুণের ‘মহানগর’

জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমের প্রথম ওয়েব সিরিজ ‘মহানগর’ মুক্তি পেয়েছে পশ্চিমবঙ্গের ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে।  আট পর্বের ওয়েব সিরিজটির কাহিনি ও চিত্রনাট্য লেখার পাশাপাশি পরিচালনা করেছেন আশফাক নিপুণ। প্রথম ওয়েব সিরিজেই আলোচিত নির্মাতা আশফাক।

ওয়েব সিরিজটি প্রকাশের পর থেকে দুই বাংলার গণমাধ্যমে অভিনেতা-অভিনেত্রীদের অভিনয় নিয়ে প্রশংসা বয়ে চলেছে। বলতে গেলে দুই বাংলায় ঝড় তুলেছে মহানগর।

বাংলাদেশের রাজধানী ঢাকার পটভূমিকায় তৈরি ওয়েব সিরিজ মহানগর।  এই সিরিজে ডিএমপির ওসি হারুন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম।

সিরিজটি প্রকাশের আগে মোশাররফ বলেন, এটি আমার প্রথম ওয়েব সিরিজ হইচই-র সাথে। এই প্ল্যাটফর্মটি অনেক মানুষের কাছে পৌঁছেছে। তাই আমি আশা করি, সারা বিশ্বের বাঙালিরা নিজেদের বাড়িতে সুরক্ষিত পরিবেশে ও স্বাচ্ছন্দ্যের সাথে উপভোগ করবেন আমাদের সিরিজ মহানগর। 

পরিচালক আশফাক আট পর্বের এই ওয়েব সিরিজের পর্বগুলোর নাম দিয়েছেন- ঈশানের মেঘ, চিচিং ফাঁক, শাপে বর, গলার কাঁটা, অমাবস্যার চাঁদ, অন্ধের যষ্ঠি, গোড়ায় গলদ ও কিস্তিমাত। 

দুই বাংলার দর্শক এখন অপেক্ষায় মহানগরের দ্বিতীয় সিজনের।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //