সেনাবাহিনীতে যোগ দিচ্ছেন বিটিএস সদস্যরা

জনপ্রিয়তায় বিটলস বা মাইকেল জ্যাকসনের কাছাকাছি হলেও আইনের ঊর্ধ্বে তো আর নয়! আর তাই আগামী বছরের মাঝামাঝি সময়ে সেনাবাহিনীতে যোগ দিতেই হবে দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় ব্যান্ডদল বিটিএসকে। অর্থাৎ ওই সময়টা তাদের কাছ থেকে নতুন কিছু আর পাচ্ছেন না ভক্তরা।

দেশটির আইন অনুযায়ী বয়স ২৮ হওয়ার আগেই শারীরিকভাবে ফিট যেকোনো পুরুষকেই সেনাবাহিনীতে ২০ মাস প্রশিক্ষণ নিতে হয়। গত বছর কে-পপ ও অন্য তারকাদের জন্য এ বয়সসীমা ৩০ নির্ধারণ করা হয়েছিল।

আর বিটিএসের সদস্য কিম সোকজিনের (জিন) বয়স ৩০ পার হবে আগামী বছর। এ কারণে শোনা যাচ্ছে, দলের সাত সদস্যই একযোগে অংশ নেবেন মিলিটারিতে।

বিটিএসের প্রযোজক প্রতিষ্ঠান বিগ হিট এন্টারটেইনমেন্টও বিষয়টি নিশ্চিত করেছে। আর দলটির পক্ষ থেকে জিন বলেছেন, কোরিয়ান পুরুষের জীবনের একটি অংশই হলো মিলিটারি সার্ভিস। আর জাতির প্রয়োজনে সাড়া দিতে তিনি তৈরি আছেন।

এদিকে মিলিটারি জীবন থেকে ফিরে ২০ মাস পর আবার ব্যান্ডটি একজোট হয়ে কাজ করবে কিনা সেটা নিয়ে সংশয়ে পড়েছেন অনেকে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //