দেশব্যাপী খুলছে সিনেমা হল

আগামী ১৫ অক্টোবর থেকে কনটেনমেন্ট জোনের বাইরে ভারতের সকল সিনেমা হল, থিয়েটার ও মাল্টিপ্লেক্স খুলে দেয়ার নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গতকাল বুধবার (৩০ সেপ্টেম্বর) এই নির্দেশে বলা হয়েছে, মোট আসনের ৫০ শতাংশ আসন নিয়ে খোলা যাবে প্রেক্ষাগৃহ।

এদিকে, নির্দেশ পেয়ে কলকাতা ও রাজ্যের সিনেমা হল মালিকরা আশার আলো দেখছেন। তবে ১৫ অক্টোবর না ১৬ অক্টোবর (শুক্রবার) হল খোলা হবে, তা নিয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেননি অনেকে।

এসভিএফ-এর কর্ণধার মহেন্দ্র সোনি বললেন, ‘‘এসওপি দেখেই এসভিএফ সিনেমা হল খোলা হবে। ২৩ অক্টোবর মুক্তি পাবে অনির্বাণ ভট্টাচার্য ও মিমি চক্রবর্তী অভিনীত ‘ড্রাকুলা স্যর’। কিছুদিন আগেই ‘হইচই’-এ মুক্তি পেয়েছিল ‘ডিটেকটিভ’ ছবিটি, যা এ বার হলে মুক্তির কথা ভাবা হচ্ছে। নির্দেশ পাওয়া মাত্র আরো বেশ কয়েকটি ছবি-মুক্তির ঘোষণা করা হয়েছে। কোয়েল মল্লিকের ‘রক্তরহস্য’, নুসরত জাহান-মিমি চক্রবর্তী-যশ দাশগুপ্ত অভিনীত ‘এসওএস কলকাতা’ মুক্তি পাচ্ছে পুজোয়। এছাড়া আরো কিছু ছবি রি-রিলিজ করার পরিকল্পনাও চলছে।

এদিকে, হল খোলার সিদ্ধান্ত এলেও চিন্তিত অনেকেই। হল খোলার সিদ্ধান্ত নিতে পারছেন না অনেক হল মালিকরাই। তাদের মতে, এই মহামারির মধ্যে হলের খরচ উঠবে কিনা তা নিয়ে রয়ে গেছে সংশয়।

জানা যায়, অনলাইনেই কাটতে হবে হলের টিকিট। তবে, সেক্ষেত্রে টিকিটের মূল্য আগের মতোই রাখা হবে।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

বিষয় : সিনেমা হল

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //