মার্কিন অভিনেতা বোজম্যানের স্মরণে হলিউড তারকারা

সম্প্রতি মাত্র ৪৩ বছর বয়সে ক্যান্সারের সঙ্গে লড়াই করে প্রয়াত হন ব্ল্যাক প্যান্থারখ্যাত মার্কিন অভিনেতা চ্যাডউইক বোজম্যান। গুণী এই অভিনেতাকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন হলিউডের তারকাসহ লেখক, সাংবাদিকরা। নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে বোজম্যানকে স্মরণ করে। 

অস্কারজয়ী অভিনেতা ড্যানজেল ওয়াশিংটন লিখেছেন, ‘তার ছিল বিনীত এক আত্মা। সে ছিল দুর্দান্ত শিল্পী। স্বল্পকালের কিন্তু বর্ণময় ক্যারিয়ারে তার আইকনিক কাজগুলো তাকে আমাদের মধ্যে চিরকাল জীবিত রাখবে।’

ক্রিস হেমসওয়ার্থ ইনস্টাগ্রামে তাদের দুজনের ছবি পোস্ট করে লিখেছেন, ‘বন্ধু তোমাকে মিস করব। সত্যিই হৃদয়বিদারক। আমার দেয়া সবচেয়ে দয়ালু, সাদাসিধে মানুষদের একজন।’

অভিনেত্রী হ্যালি বেরি লিখেছেন, ‘অমিত প্রতিভাধর, দারুণ একজন মানুষ। নিজর ব্যক্তিগত লড়াইকে পাশে রেখে সে জীবনকে ছুঁয়ে গেছে।’

পরিচালক জর্ডান পিলে লিখেছেন, ‘এটা ভয়ানক এক আঘাত।’

টিভি স্টার ও লেখক অপরাহ উইনফ্রে লিখেছেন, ‘কী অসাধারণ বিনয়ী এক আত্মা। সার্জারি আর কেমোথেরাপির মধ্যে সে আমাদের তার মাহাত্ম্য দেখিয়ে গেছে। মর্যাদা বিষয়টা এমনই।’

নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি নেতা মার্টিন লুথার কিংয়ের জ্যেষ্ঠ পুত্র বলেছেন, ‘বোজম্যান ‘ইতিহাসকে জীবন্ত করে তুলেছিলেন বিখ্যাত কৃষ্ণাঙ্গ ব্যক্তিত্ব যেমন বেসবল খেলোয়াড় জ্যাকি রবিনসন কিংবা গায়ক জেমস ব্রাউনের চরিত্রে অভিনয় করে।’

লেখক ব্রায়ান জোসেফ টুইট করেছেন, ‘চ্যাডউইকের কারণেই কৃষ্ণাঙ্গ সুপারহিরো কেমন হতে পারে সে নিয়ে আমাদের শিশুরা বিস্মিত হয় না।’

সাংবাদিক জেমেল হিল দৃষ্টি আকর্ষণ করেছেন বোজম্যানের অদম্য ইচ্ছাশক্তির প্রতি। তার কোলন ক্যান্সার ধরা পড়েছিল ২০১৬ সালে, ‘এমন সময়ে তিনি আমাদের উপহার দিয়েছেন সিভিল ওয়ার, মার্শাল, ব্ল্যাক প্যান্থার, ইনফিনিটি ওয়ার, এন্ডগেম, টোয়েন্টি ওয়ান ব্রিজেসের মতো ছবি।’

মার্ভেল স্টুডিও, ডিজনি, একাডেমি অ্যাওয়ার্ডসও শ্রদ্ধা জানিয়েছে বোজম্যানের প্রতি। একাডেমি বোজম্যানের প্রয়াণকে ‘অপূরণীয় ক্ষতি’ বলে আখ্যা দিয়েছে।

মার্ভেল স্টুডিও লিখেছে, ‘আমাদের হৃদয় দুঃখভারাক্রান্ত। আমাদের সহানুভূতি চ্যাডউইক বোজম্যানের পরিবারের প্রতি। আপনার কিংবদন্তি চিরকাল টিকে থাকবে। রেস্ট ইন পিস।’

অভিনেতা রায়ান রেনল্ডস লিখেছেন, ‘কী ভয়ানক এক ক্ষতি।’

আমেরিকান নির্মাতা আভা ডু ভার্নে টুইট করেছেন, ‘রাজা, আমরা তোমাকে মিস করব।’

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //