নারী দিবসে আসছে চলচ্চিত্র ‘জোঁক’

বিশ্ব নারী দিবস ৮ মার্চ। আর এই নারী দিবসে মুক্তি পেতে যাচ্ছে নারী কেন্দ্রিক বিশেষ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জোঁক’।

‘জোঁক’, যেন আমাদের সমাজের নির্যাতিত নারীর এক প্রতিচ্ছবি। এই পুরুষ প্রভুত্ব সমাজে নারীর প্রতি নির্যাতনের রূপ কতটা নির্মম তারই এক প্রতিচ্ছবি অন্তু। গল্পের চরিত্রকে ছাপিয়ে অন্তু যেন হয়ে উঠেছে সমাজেরই এক আয়না।

আয়নার ওপারের সমাজের এই রূপ সমাজ নিজেই আজ দেখতে নারাজ। এই নোংরা সমাজের ফলশ্রুতিতে পবিত্র সাদা অন্তুদের অন্তর যেন ধুসর রূপ ধারণ করছে। অন্তুদের রঙিন স্বপ্নগুলোকে সাদা-কালো করার অধিকার কে দিয়েছে এই সমাজকে?

‘জোঁক’ ঠিক যেমনটি মানুষর রক্ত শুষে নিজের জীবন ধারণ করে ঠিক তেমনি পুরুষরূপী পশুগুলো নিজের বিনোদনের খোরাক হিসাবে বেছে নেয় নারীর সম্মান।

তরুণ নির্মাতা পার্থ পৌলিনিউস ফলিয়ার পরিচালনায় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জোঁক’ অন্তুদের কথাই সমাজকে জানান দিচ্ছে।

চলচ্চিত্রটি ইতোমধ্যে দেশে এবং দেশের বাইরের চলচ্চিত্র উৎসবগুলোতে প্রশংসিত হয়েছে।

তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ১২তম আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় চলচ্চিত্র উৎসব, ১২তম আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব, গ্লোবাল ইয়ুথ ফিল্ম ফেস্টিভ্যাল, সেফালু ফিল্ম ফেস্টিভ্যাল, লিট অফ ফিল্ম ফেস্টিভ্যাল, মোইনহো সিনে ফেস্ট ২০১৯, নর্থ সাউথ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২০ ইত্যাদি।

এর পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলচ্চিত্রটির প্রদর্শনী হয়েছে। বিখ্যাত সাহিত্যকার ডক্টর সেলিনা হোসেনও ফিল্মটি দেখেছেন এবং ভূয়সী প্রশংসা করেছেন।

তরুণ এই নির্মাতা মনে করেন, ফিল্ম হলো সব ধরনের শিল্পের সংমিশ্রণে এক ত্রিমাত্রিক পরিবেশন, যা সব পর্যায়ের মানুষের কাছে খুব সহজেই পৌঁছাতে পারে।

তার নির্মিত ফিল্মগুলোতে সমাজকে দেখার এই ভিন্নধর্মী চিন্তার সুস্পষ্ট ছাপ পাওয়া যায়।

এই নির্মাতার নির্মিত ফিল্ম- সাইলেন্স, ইন্সোমেনিয়া, টিল দি এনড, অপেক্ষা দর্শক হৃদয়ে স্থান করে নিয়েছে।

আগের কাজগুলোর মতো ‘জোঁক’র সফলতা নিয়েও পার্থ আশাবাদী বলে জানিয়েছেন।

আগামী ৮ মার্চ নারী দিবসে ফিল্ম স্ট্রিট প্রোডাকশানের (Film Street Production) ইউটিউব চ্যানেলে দর্শকদের জন্য মুক্তি দেয়া হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //