যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিবৃতির বিষয়ে যা জানাল ইসি

বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বিবৃতির বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে এ প্রসঙ্গে কোনো মন্তব্য করবে না বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। 

আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশনার মো. আলমগীর সাংবাদিকদের বলেন, আমাদের বক্তব্য যেটা, সেটা গতকাল প্রধান নির্বাচন কমিশনার দিয়েছেন। এর বাইরে আমার কোনো বক্তব্য নেই।

এই নির্বাচন কমিশনার বলেন, তারা সঠিকভাবে দায়িত্ব পালন করেছেন। সন্তুষ্টি-অসন্তুষ্টির বিষয়ে কিছু বলবেন না, তবে নিয়ম অনুযায়ী যা যা করার দরকার, তার সবই করা হয়েছে। নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠু হয়েছে। 

মো. আলমগীর জানান, দ্বাদশ সংসদ নির্বাচনে ২৯৮ আসনে বিজয়ীদের গেজেট নির্বাচন কমিশন অনুমোদন করেছে। গেজেট প্রকাশের জন্য পাঠানো হয়েছে, আজকের মধ্যেই (মঙ্গলবার) হয়তো গেজেট জাতীয় সংসদ সচিবালয় চলে যাবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //