সাঈদ খোকনের বিরুদ্ধে ব্যয়সীমা লঙ্ঘনের অভিযোগ

ঢাকা-৬ আসনের নৌকা প্রতীকের প্রার্থী সাঈদ খোকনের বিরুদ্ধে নির্বাচনী ব্যয়সীমা লঙ্ঘনের অভিযোগ এনেছেন সাংস্কৃতিক মুক্তিজোটের প্রার্থী আকতার হোসেন।

আজ রবিবার (৩১ ডিসেম্বর) তিনি নির্বাচন কমিশনের (ইসি) প্রাপ্তি ও জারি শাখায় অভিযোগটি জমা দেন।

অভিযোগপত্রে তিনি বলেন, আমি মো. আকতার হোসেন, জাতীয় সংসদের ঢাকা-৬ আসনের একজন সংসদ সদস্য প্রার্থী। এই আসনে মোহাম্মদ সাঈদ খোকন নৌকার প্রতিদ্বন্দ্বী প্রার্থী। তিনি যে পোস্টার ঝুলিয়েছেন তার প্রায় সবই লেমিনেটেড, যার প্রতিটি উৎপাদন মূল্য প্রায় ৯ (নয়) টাকা।

ঢাকার সূত্রাপুর, গেন্ডারিয়া, ওয়ারী, কোতোয়ালি এবং আংশিক বংশাল এলাকাসহ বিশাল এই নির্বাচনী এলাকায় তার লাখ লাখ লেমিনেটেড পোস্টার দৃশ্যমান। এছাড়া তাহার নির্বাচনী ব্যানার ও ফেস্টুন হাজার হাজার টানানো রয়েছে। একজন প্রার্থীর সর্বোচ্চ নির্বাচনী ব্যয় ২৫ লাখ টাকা।

আপনার পক্ষ থেকে যেকোনো এক বা একাধিক সুযোগ্য হিসাব নিরীক্ষক দিয়ে নিরীক্ষা করালে আপনি নিশ্চিতভাবেই জানতে পারবেন যে আজকের (৩১ ডিসেম্বর) মধ্যে তিনি তার নির্বাচনী ব্যয়ের সর্বোচ্চ সীমা অতিক্রম করেছেন।

আমি অনতিবিলম্বে উপরোক্ত বিষয়টির নিরীক্ষা ও তদন্ত সম্পন্ন করার আহ্বান জানাচ্ছি। সাথে সাথে আপনার নিকট তাহার নির্বাচনী ব্যয়ের সীমা অতিক্রম করার কারণে মোহাম্মদ সাঈদ খোকনের প্রার্থিতা বাতিল করার জন্য অনুরোধ জানাচ্ছি।

অতএব, অনুগ্রহ পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে নির্বাচনী ব্যয়ের সীমা অতিক্রম করার কারণে মোহাম্মদ সাঈদ খোকনের নির্বাচনী প্রার্থিতা বাতিলের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে বাধিত করবেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //