ভোটের সময় পর্যবেক্ষকদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকরা এদেশের বিমানবন্দরে পৌঁছানোর পর থেকে অবস্থানের পুরো সময় তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, এনবিআর ও পাসপোর্ট অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) এ নিয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে বৈঠকের পর ইসি সচিব জাহাঙ্গীর আলম বলেছেন, ১৫ ডিসেম্বরের মধ্যে জানা যাবে ইসির আমন্ত্রিত অতিথি হয়ে কতজন আসবেন। আর ৭ ডিসেম্বর জানা যাবে নিজ খরচে কতজন আসছেন।

গুরুত্ব অনুযায়ী দেশি-বিদেশি পর্যবেক্ষকদের নিরাপত্তা ব্যবস্থা সাজানো হবে বলে জানান ইসি সচিব।

বৈঠকে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়, এনবিআর এবং পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //