এনআইডি সার্ভার বন্ধ থাকবে ৬৪ ঘণ্টা

আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) বিকেল ৫টা থেকে পরবর্তী ৬৪ ঘণ্টা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভার বন্ধ থাকবে। এ সময়ের মধ্যে জাতীয় পরিচয় পত্র যাচাইসহ অনলাইনে কোনো কার্যক্রম চালানো যাবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিস্টেম অ্যানালিস্ট মামুনুর হোসেন।

তিনি জানান, সার্ভার রুম স্থানান্তরের কারণে ২৬ অক্টোবর বিকেল ৫টা থেকে ২৮ অক্টোবর রাত পর্যন্ত সার্ভার, নেটওয়ার্কিং ডিভাইস, স্টোরেজসহ সব ইকুইপমেন্ট এবং সার্ভার/নেটওয়ার্ক সংক্রান্ত সব সার্ভিস বন্ধ থাকবে। রবিবার (২৯ অক্টোবর) সকাল ৯টায় যথারীতি সার্ভিসগুলো চালু থাকবে।

প্রসঙ্গত, এনআইডি সার্ভার থেকে মোবাইল অপারেটর, আর্থিক প্রতিষ্ঠান, আইন-শৃঙ্খলা বাহিনীসহ ১৭৫টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান নাগরিকদের পরিচয় যাচাইয়ের সেবা নিয়ে থাকে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //