সংসদীয় আসনের সীমানা নির্ধারণে বৈঠকে বসবে ইসি

সংশ্লিষ্ট সকলের মতামত নিয়ে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের কাজ শুরু করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে কর্মপরিকল্পনা ঠিক করতে আগামী মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) কমিশনের বৈঠক আহ্বান করা হয়েছে বলে জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর

আজ রবিবার (৫ ফেব্রুয়ারি) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

এই নির্বাচন কমিশনার জানান, এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশনের মঙ্গলবারের সভায় সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত কমিটির প্রয়োজনীয় তথ্য উপাত্ত নিয়ে বসছে।

পরিসংখ্যান ব্যুরো থেকে জনসংখ্যার চূড়ান্ত রিপোর্ট আসেনি, তাই সংসদীয় এলাকার সীমানা পুনর্নির্ধারণে জনশুমারির চূড়ান্ত প্রতিবেদনের জন্য অপেক্ষায় থাকা কঠিন হয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

জাতীয় সংসদের নির্বাচনি এলাকার সীমানা নির্ধারণ আইন অনুযায়ী, প্রতি জনশুমারির পর সংসদ নির্বাচনের জন্য সীমানা নির্ধারণ করার বাধ্যবাধকতা আছে।

এ বছরের ডিসেম্বরের শেষভাবে বা আগামী বছরের জানুয়ারির শুরুতে দ্বাদশ সংসদ নির্বাচন হবে। এর ছয় মাস আগেই তিনশ’ আসনের সীমানা পুনর্নির্ধারণ করার পরিকল্পনা রয়েছে ইসি।

নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী, জানুয়ারি থেকে জুনের মধ্যে এ কাজ সম্পন্ন করার কথা রয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //