ভোট চলছে ২ উপজেলা, ৭ পৌরসভা ও ৬৪ ইউপিতে

সারা দেশের ২টি উপজেলা, ৭টি পৌরসভা ও ৬৪টি ইউনিয়ন পরিষদে একযোগে ভোটগ্রহণ চলছে। বুধবার (২৭ জুলাই) সকাল ৮টা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ, যা একটানা বিকেল ৪টা পর্যন্ত চলবে। 

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, চার পৌরসভা ও ১৫ ইউপিতে সাধারণ নির্বাচন হচ্ছে। বাকিগুলোতে বিভিন্ন পদে উপনির্বাচন হচ্ছে। এতে দুটি ইউনিয়ন পরিষদ ছাড়া বাকিগুলো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

নির্বাচন উপলক্ষে সংশ্নিষ্ট এলাকায় ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। 

ভোট নেওয়া পৌরসভাগুলো হচ্ছে- জয়পুরহাটের পাঁচবিবি ও ক্ষেতলাল, ঢাকার দোহার ও জামালপুরের দেওয়ানগঞ্জ।

এ ছাড়া ফরিদপুরের মধুখালী, চট্টগ্রামের সীতাকুণ্ড ও মেহেরপুরের গাংনী পৌরসভার একটি করে ওয়ার্ডে উপনির্বাচন হচ্ছে। এসব উপনির্বাচনেও ইভিএম ব্যবহার করা হচ্ছে।

এদিন মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও মেহেরপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোট গ্রহণ হচ্ছে। এ দুটি স্থানে ইভিএম ব্যবহার হচ্ছে।

নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক যুগ্ম সচিব এম এস আসাদুজ্জামান বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের জন্য প্রয়োজন অনুযায়ী আইন শৃঙ্খলাবাহিনী, নির্বাহী ও বিচারিক হাকিম নিয়োজিত আছেন নির্বাচনী এলাকাগুলোতে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //