নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখার আহ্বান সিইসির

নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখার আহ্বান জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ২০১৮ সালের মতো নির্বাচন আর হবে না। 

আজ মঙ্গলবার (২৬ জুলাই) জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাথে সংলাপে তিনি এ আশ্বাস দেন।

সিইসি বলেন, তার দেওয়া প্রতিশ্রুতি অবশ্যই ঠিক থাকবে। কারণ তারা প্রতিশ্রুতি রক্ষা করতেই এসেছেন, ডিগবাজি দিতে নয়। 

ভোটে অর্থ ও পেশিশক্তির ব্যবহার বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।

আজ মঙ্গলবার জমিয়তে উলামায়ে ইসলাম দিনের প্রথম সংলাপে অংশ নেয়। সংলাপে দলটির মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার, লেভেল প্লেয়িং ফিল্ড গ্রহণযোগ্য ভোট, ম্যাজেস্ট্রেটি ক্ষমতাসহ সেনা নিয়োগ, ইভিএম বাদ দিয়ে ব্যালটে ভোট, ভোটের সময় জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইসির হাতে ন্যাস্তসহ ১১ দফা দাবি তুলে ধরে নির্বাচন কমিশনের কাছে। 

আজ দুপুর ১২টায় বিকল্প ধারা ও বিকেল ৪টায় এনপিপির সাথে সংলাপ বসবে ইসি।

উল্লেখ্য, গত ১৭ জুলাই থেকে নিবন্ধিত ৩৯টি রাজনৈতিক দলের সাথে ইসির টানা বৈঠক শুরু হয়। প্রতিদিন চারটি দলের সাথে সংলাপ করবে নির্বাচন কমিশন। আগামী ৩১ জুলাই পর্যন্ত এ সংলাপ চলবে।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //