দ্বিতীয় ধাপের পৌর নির্বাচনে বিজয়ীরা

অনুষ্ঠিত হলো দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচন। 

আজ (শনিবার) সকাল ৮টা থেকে শুরু হওয়া ৬০ পৌরসভায় অনুষ্ঠিত হওয়া এই নির্বাচন শেষ হয়েছে বিকাল ৪টায়। এদিকে ভোটগ্রহণ শেষে বিজয়ীদের নাম আসতে শুরু করেছে। অধিকাংশ পৌরসভায় ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থীরা জয়লাভ করেছেন বলে খবর পাওয়া গেছে।

দেশের সবচেয়ে আলোচিত নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল কাদের মির্জা বিপুল ভোটে জয়ী হয়েছেন। তিনি মোট ভোট পেয়েছেন ১০ হাজার ৭৩৮টি।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী (ধানের শীষ) কামাল উদ্দিন চৌধুরী পেয়েছেন এক হাজার ৭৭৮ ভোট। 

খাগড়াছড়িতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নির্মলেন্দু চৌধুরী বেসরকারিভাবে মেয়র পদে নির্বাচিত হয়েছেন। তিনি ৯০৩২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান মেয়র রফিকুল আলম পেয়েছেন ৮৭৪৯ ভোট।

মোংলা পোর্ট পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুর রহমান বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১২ হাজার ১২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের জুলফিকার আলী। তিনি পেয়েছেন ৫৯২ ভোট।

শরীয়তপুরে নৌকা প্রতীকের প্রার্থী শরীয়তপুর জজ কোর্টের এপিপি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী পারভেজ রহমান জন বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

ঢাকার সাভারে আবারো নৌকার মাঝি হয়েছেন বর্তমান মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি হাজী আবদুল গণি। তিনি ৫৬ হাজার ৮০৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত আলহাজ মো. রেফাত উল্লাহ ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৩০৩ ভোট।

টাঙ্গাইলের ধনবাড়ী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) মনিরুজ্জামান বকল ১ হাজার ১৫৯ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। 

সুনামগঞ্জের তিনটি পৌরসভার মধ্যে দুটিতে আওয়ামী লীগের প্রার্থী ও একটিতে বিএনপির বহিষ্কৃত নেতা জয়লাভ করেছেন। সুনামগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী নাদের বখত নৌকা প্রতীকে ২১ হাজার ৬৮৬ ভোট পেয়েছেন। ছাতকে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল কালাম নৌকা প্রতীকে ১২ হাজার ৮২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়া জগন্নাথপুর পৌরসভায় বিএনপির বহিষ্কৃত নেতা ও স্বতন্ত্র প্রার্থী আক্তারুজ্জামান আক্তার হোসেন চামচ প্রতীকে ৮ হাজার ৩৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

গাইবান্ধা পৌরসভায় আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থী মতলুবর রহমান ১২ হাজার ৩৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অপরদিকে জেলার সুন্দরগঞ্জ পৌরসভা নির্বাচনে লাঙল প্রতীক নিয়ে জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রশিদ রেজা সরকার দুই হাজার ৭০৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

গাজীপুরের শ্রীপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ সমর্থিত আনিছুর রহমান নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ২৩ হাজার ৪৮৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট কাজী খান পেয়েছেন ১০ হাজার ৯৬টি ভোট।

নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে রেজাউল কবির চৌধুরী ৭ হাজার ৬৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। 

পাবনা জেলার চার পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয়লাভ করেছেন। সাঁথিয়ায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নৌকা প্রতীকের মাহবুবুল আলম বাচ্চু ১৬ হাজার ৩৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।  ঈশ্বরদীতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে ইছাহক আলী মালিথা ২৮ হাজার ৫৮২ ভোট পেয়েছেন। পাবনার ফরিদপুর পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী খ ম কামরুজ্জামান মাজেদ নৌকা প্রতীকে ৫ হাজার ২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অপরদিকে ভাঙ্গুড়া পৌর নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন গোলাম হাসনাইন রাসেল।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //