টেলিভিশন বনাম ইউটিউব

বিগত কয়েক বছর ধরেই ঈদের নাটকে টেলিভিশনের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে অনলাইন বিনোদন প্ল্যাটফর্ম ইউটিউব। টিভিতে প্রচার হওয়া নাটকও আবার দর্শকের সামনে আসছে ইউটিউবের মাধ্যমে। ফলে দর্শকরা এখন টিভিতে নাটক না দেখলেও ইউটিউবে নাটক দেখছেন।

কোনো নাটক ইউটিউবে কোটি ভিউ ছাড়িয়ে যেতেও দেখা যায়। নাটক সংশ্লিষ্টরা মনে করছেন, দর্শক টেলিভিশনের পর্দায় নাটক না দেখলেও এখন ইউটিউবে নাটক দেখছেন। সেই প্রতিযোগিতায় তাল মেলাতে না পেরে টিভি চ্যানেলগুলোও তাদের নিজস্ব ইউটিউবে নাটক প্রচার করছেন।

এবারের ঈদকে ঘিরেও পাঁচ শতাধিক নাটক নির্মিত হচ্ছে, যা দেখা যাবে টেলিভিশন ও ইউটিউবের পর্দায়। সেসব নাটকের শুটিংয়ে এখন জমে উঠেছে ঢাকার উত্তরা, পূবাইলের শুটিং বাড়িগুলো। টেলিভিশন নাটকের পরিচালক ও অভিনয়শিল্পীদের ভীষণ ব্যস্ততা দেখা যাচ্ছে। 

ঈদের নাটকে সাধারণত আনন্দটাই মুখ্য থাকে। ফলে কমেডি নাটকের দিকেই আগ্রহ বেশি থাকে নির্মাতাদের। এবারও কমেডি, রোমান্টিক ধাঁচের নাটকই বেশি নির্মিত হচ্ছে বলে জানা গেছে। এসব নাটকে নির্মাতাদের পছন্দের তালিকায় সবচেয়ে এগিয়ে রয়েছেন অভিনেতা নিলয় আলমগীর, হিমি, তটিনী, সাদিয়া আয়মান, তৌসিফ মাহবুব, ফারহান আহমেদ জোভান, খায়রুল বাসার, সামিরা খান মাহি, কেয়া পায়েল, ইরফান সাজ্জাদ, আরশ খান, জাহের আলভী, শাশ্বত দত্তদের। এ ছাড়া মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, সজল, জাকিয়া বারী মম, অপি করিম, নুসরাত ইমরোজ তিশা, রুনা খানরাও থাকবেন বৈচিত্র্যময় চরিত্রে। 

ঈদে কতগুলো নাটক আসছে তার কোনো হিসাব নেই নাটক সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের কাছে। বিভিন্ন টিভি চ্যানেলও কেবল তাদের তালিকাটাই বলতে পারছে; কিন্তু সামগ্রিকভাবে কত নাটক নির্মিত হচ্ছে তা জানা যায় না। টিভি চ্যানেলগুলোও তাদের চূড়ান্ত শিডিউল প্রকাশ করবে ঈদের আগের সপ্তাহে। এবার ঈদে ১০টির বেশি নাটকে অভিনয় করেছেন তানজিন তিশা। তিনি বলেন, ‘কাজ করে যাচ্ছি, কোন নাটকগুলো প্রচারে আসবে তা কেবল প্রযোজনা প্রতিষ্ঠানই বলতে পারবে।’

জোভানকে দেখা যাবে ১৫টির বেশি নাটকে। অন্যদিকে মুশফিক আর ফারহানও চমক নিয়ে হাজির হবেন। তিনি বলেন, ‘আমি অনুমান করে যদি বলি তা হলে ১২-১৫টা নাটক হতে পারে। তবে কয়টি নাটক দেখা যাবে, তা এখন বলা সম্ভব নয়। কারণ কাজ তো এখনো শেষ হয়নি।’

এবারের ঈদে নির্মাতাদের চাহিদার শীর্ষে রয়েছেন নিলয় আলমগীর। রোমান্টিক কমেডি চরিত্রে অভিনয় করে দর্শকের কাছে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়েছেন। ফলে তাকে ঘিরে আগ্রহও বেশি।

নির্মাতাদের মধ্যে সকাল আহমেদ, শিহাব শাহীন, মিজানুর রহমান আরিয়ান, তপু খান, ভিকি জাহেদ, মাবরুর রশিদ বান্নাহ, শহীদ উন নবী, সানজিদ খান প্রিন্স, মইদুল রাকিবরা হাজির হবেন নাটকের পসরা সাজিয়ে। কাজল আরেফিন অমির নাটকগুলোও থাকবে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //