ধন্য আশা কুহকিনী

ঢেউ লেগেছে অঙ্গে আমার, ব্যথায় বিষে হচ্ছি নাকাল

এই যাতনা কইতে নারি, সইতে নারি, সাহস পুঁজি

নাই যে কারো, হয়তো ছিল, হারিয়ে গেছে, মুখটি বুজে

সহ্য করার বিকল্প নাই, কিল খেয়ে কিল হজম করার

নিয়ম রীতিই সরল সত্য, সবাই জানে, জানলেও চুপ।

কেমন সে ঢেউ, তরঙ্গঘুণ, ঝাপটা আঘাত রক্ত ঝরায়

মর্ম পোড়ায় খুব সহজেই, জন্মগত দক্ষতাজেদ অন্ধ নাছোড়

একলা নীরব এফোঁড় ওফোঁড় হচ্ছি ক্রমেই, নিঃস্ব-কাঙাল

এই অধমে করবে দয়া, এমন কারোর হদিস তো নাই!

চলছে ব্যাপক খুনখারাবি, অবিশ্বাসের টাইফুনে সব

শান্তি ও সুখ গুম হয়েছে, মন্দ আঁধার বসছে জেঁকে

সেই ফেরারি ফিরবে না আর, বৃথাই আশা কুহক মায়া

ছায়ার সঙ্গে যুদ্ধ করে লাভ কী হবে, কেউ জানে না

আশায় আবার বসত হবে, এমন স্বপ্ন ভুল করেও 

কেউ দেখে না, দেখার শক্তি ইচ্ছা ভয়ে পালিয়ে গেছে...

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //