ও লিটল রুজ-রিভার

সারাদিন অসমাপ্ত ঘোরাঘুরি
সারাদিন বনের বুকে হেঁটে যেতে যেতে
একটি পিয়ানো বাজিয়ে যাচ্ছে জলশব্দ ধ্বনি
রোদ-বন্দনার চিঠি লিখছে কেউ, অথচ
চিঠির শেষে বসায় না যতিচিহ্নের ছবি 
দেয় না শিকড়-আরতি বা রুজ-রিভার গতি

দাঁড়িয়ে যাই, দাঁড়িয়েই দেখি চঞ্চলতা ঘুরছে
শেরপারা পথ হারিয়েছে ভূমিস্পর্শী বনের চোখে
অসমাপ্ত অভিযান বেস-ক্যাম্প থেকে ফিরে আসছে
ছড়িয়ে পড়ছে সব ছন্নছাড়া প্রণয় স্মৃতি 
ট্রেনের হুইসিল ভাসে, কেমন শীত শীত লাগে  

শন শন অন্ধকার থামাতে চাইছে পথচলা
উজাড় সবুজ থেকে উঠে আসছে পিয়ানো নোটেশন 

 ও লিটল রুজ-রিভার,  ও রুজ-রিভার ব্রিজ এবার
তোমাকে অতিক্রম করে যাব নির্জন পাখিদের ঘরে

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //