ঢাকা বোর্ড

এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার ফল প্রকাশ

এইচএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে ঢাকা বোর্ডে ফেল থেকে পাস করেছেন ১৪৯ জন শিক্ষার্থী। আর নতুন জিপিএ-৫ পেয়েছেন ২৩৬ জন পরীক্ষার্থী। ঢাকা বোর্ডের ৬৫ হাজার ৬৯৩ জন পরীক্ষা ফল পুনর্নিরীক্ষার আবেদন করেছিলেন। তাদের মধ্যে ২ হাজার ২০৮ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষার ফল প্রকাশ করা হয়। 

জানা গেছে, গত ২৬ নভেম্বর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেন ১৩ লাখ ৫৯ হাজার ৩৪২ জন শিক্ষার্থী। পাস করেন ১০ লাখ ৬৭ হাজার ৮৫২ জন পরীক্ষার্থী। এবার ১১টি শিক্ষাবোর্ডে পাসের হার ৭৮ দশমিক ৬৪ শতাংশ। এইচএসসি ও সমমানে কাঙ্ক্ষিত ফল না পাওয়া ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছিলেন ৬৫ হাজার ৬৯৩ জন।

গত ২৬ নভেম্বর প্রকাশিত ফল অনুযায়ী, এইচএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডের ৩১ হাজার ৭৫২ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এ বোর্ডের ৭৯ দশমিক ৪৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //