৬ষ্ঠ ও ৭ম শ্রেণি

মূল্যায়নের ট্রান্সক্রিন্ট ও রিপোর্ট কার্ড নিয়ে মাউশির নির্দেশনা

নতুন শিক্ষাক্রমের ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক ও আচরণিক মূল্যায়নের ট্রান্সক্রিন্ট ও রিপোর্ট কার্ড  শিক্ষার্থীদের হস্তান্তর করার জন্য নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

বুধবার (৬ ডিসেম্বর) মাউশির সহকারী পরিচালক (মাধ্যমিক-২) এস এম জিয়াউল হায়দার হেনরী) স্বাক্ষরিত জরুরি বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এতে বলা হয়, নতুন জাতীয় শিক্ষাক্রম- ২০২৩ অনুসারে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক ও আচরণিক মূল্যায়নের ট্রান্সক্রিপ্ট ও রিপোর্ট কার্ড সংশ্লিষ্ট শ্রেণির শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের উপস্থিতিতে মূল্যায়নের পদ্ধতি সম্পর্কে পুষ্পানুপুঙ্খভাবে বুঝিয়ে, শিক্ষার্থীদের হাতে হস্তান্তর করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।


সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //