এবার আমরণ অনশনে যাচ্ছেন শিক্ষকরা

আগামীকাল সোমবারের (৩১ জুলাই) মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিার সাক্ষাৎ না পেলে  আগামী মঙ্গলবার (১ আগস্ট) থেকে কাফনের কাপড় পরে আমরণ অনশন পালনের ঘোষণা দিয়েছেন বেসরকারি শিক্ষকরা।

আজ রোববার (৩০ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা নতুন এই কর্মসূচি ঘোষণা করেন। বাংলাদেশ শিক্ষক সমিতির (বিটিএ) ব্যানারে গত ১১ জুলাই থেকে তারা এই লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন।

বিটিএ সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ বলেন, আমরা জাতীয় প্রেসক্লাবের সামনে টানা ২০তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছি। প্রধানমন্ত্রীর সঙ্গে আমরা পাঁচ মিনিটের কথা বলতে চাই।

তিনি আরও বলেন, সেই পাঁচ মিনিটের সাক্ষাৎ যদি আমরা আগামী ৩১ জুলাইয়ের মধ্যে না পাই অথবা আমাদের নির্দেশনা দিয়ে শ্রেণিকক্ষে ফেরত না নিলে আগামী ১ আগস্ট থেকে আমরা কাফনের কাপড় পরে প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন করব।

বিটিএ সাধারণ সম্পাদক বলেন, আমাদের কথা একটাই, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ছাড়া আমরা শ্রেণিকক্ষে ফিরে যাব না। যতদিন লাগুক আমরা এখানেই থাকব।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //