শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা শিক্ষামন্ত্রীর

শিক্ষার্থীদের শিক্ষাজীবন জিম্মি করে কোনো রাজনৈতিক দল যেন ফায়দা লোটার অপচেষ্টা না করে, সে বিষয়ে সতর্ক করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রাজনৈতিক অরাজকতা হলে দেশে শিক্ষা কার্যক্রম আবারও ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

আজ শনিবার (২৯ জুলাই) দুপুরে চাঁদপুরের শিল্পকলা একাডেমি মিলনায়তনে সাংবাদিকদের মাঝে কল্যাণ অনুদান ও আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘করোনার কারণে শিক্ষার্থীদের অনেক অসুবিধা হয়েছে। এখন আমরা এসব অসুবিধা কাটিয়ে উঠছি। নভেম্বরের মধ্যে এ বছরের শিক্ষা কার্যক্রম ও পাঠ্যসূচি- সব শেষ করতে চেষ্টা করছি। এই সময়ে দেশব্যাপী অরাজকতা সৃষ্টি করলে শিক্ষা কার্যক্রম আবারও ব্যাহত হবে।’

তিনি বলেন, ‘রাজনীতির মাঠে রাজনীতি থাকবে, রাজনীতি মানে অরাজকতা-ধ্বংসলীলা নয়। নির্বাচনে সবাই অংশগ্রহণ করুক গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। এতে সব প্রশ্নের মীমাংসা করা সম্ভব।’

অনুষ্ঠানে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে ৮২ জন সাংবাদিকের মাঝে ১৭ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহসহ অনেকে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //