২৯ মাস পর চীনগামী বাংলাদেশি শিক্ষার্থীদের অপেক্ষার অবসান

করোনাভাইরাস মোকাবিলায় ২০২০ সালের মার্চে দেশে লকডাউন শুরু হয়। ২০২২ সালের আগস্ট মাসে এসেও কেউ বলতে পারবে না য়ে, করোনাভাইরাস পুরোপুরি বিদায় নিয়েছে। তবে এর সংক্রমণের হার বেশ কম। মাঝে বাংলাদেশে কয়েকবার লকডাউনের বিধিনিষেধ শীতল হয়েছে আবার কড়াকড়িও হয়েছে। তবে এই লম্বা সময় ধরে চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা দেশেই অবস্থান করেছেন।

দেশে করোনাভাইরাসের প্রকোপ কমলেও চীনা সরকারের করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে কড়াকড়ির কারণে শিক্ষার্থীদের যাওয়া বন্ধ ছিলো। অনলাইনে ক্লাস করতে করতে হাঁপিয়ে উঠেছিলেন তারা। চীনে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে ফিরে গিয়ে পড়ালেখার জন্য মরিয়া হয়ে উঠেন তারা। সরকারের উচ্চ পর্যায়ে বেশ কয়েকবার লিখিত আবেদনও করেন তারা।

তাদের সেই দীর্ঘ অপেক্ষার এবার অবসান হয়েছে। আগামীকাল সোমবার (৮ আগস্ট) চীনগামী শিক্ষার্থীরা ভিসা পাবেন এবং যাদের ইতোমধ্যে ভিসার মেয়াদ রয়েছে তারা যেতে পারবেন। 

জানা গেছে, করোনা মহামারিতে চীন থেকে দেশে এসে অন্তত পাঁচ হাজার শিক্ষার্থী বাংলাদেশে আটকা পড়েছিলেন। তাদের এখন আর চীনে যেতে কোনো বাধা নেই।

আজ রবিবার (৭ আগস্ট) সকালে রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সাথে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর আলোচনার পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘আনন্দের সাথে জানাতে চাই, চীনে যাত্রা বন্ধ থাকায় কয়েক হাজার শিক্ষার্থী দেশে অপেক্ষায় ছিলেন। আমরা তাদের সাথে অব্যাহত যোগাযোগের মধ্যে ছিলাম। দু-এক দিনের মধ্যে চীনে ফেরত যেতে আগ্রহী শিক্ষার্থীদের ভিসা দেওয়া শুরু হবে।’

সম্প্রতি ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সাথে সৌজন্য সাক্ষাতের সময় জানিয়েছিলেন, চীনের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের আগামী সেপ্টেম্বরে ফেরানোর প্রক্রিয়া শুরু করবে বেইজিং। বাংলাদেশ হবে বিশ্বের প্রথম রাষ্ট্র, যাদের জন্য করোনার পর চীন উন্মুক্ত হচ্ছে বলে জানিয়েছিলেন তিনি।

এর আগে ঢাকায় চীন দূতাবাস তাদের ফেসবুক পেজে বাংলাদেশের শিক্ষার্থীদের চীনে ফিরে যাওয়ার প্রক্রিয়া শুরুর বিষয়টি জানায়। দূতাবাসের ফেসবুক পেজে লি জিমিং একটি বার্তা দেন। ‘রাষ্ট্রদূতের সাথে এক মিনিট’ শীর্ষক ওই বার্তায় জানানো হয়, দীর্ঘদিন করোনা মহামারিতে বন্ধ থাকার পরে এখন পরিস্থিতির উন্নতি হওয়ায় বিদেশি শিক্ষার্থীদের পুনরায় শিক্ষাজীবনে ফেরার সুযোগ করে দিয়েছে চীন। এ প্রক্রিয়ায় প্রথম ধাপেই চীনে ফেরার অনুমতি পাচ্ছেন বাংলাদেশের শিক্ষার্থীরা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //