নূরানী বোর্ডের ফল প্রকাশ করলেন আল্লামা শফী

নূরানী তা’লীমুল কোরআন বোর্ডের অধীনে দেশব্যাপী নূরানী মাদ্রাসার কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর)  সকাল সাড়ে ১০টায় বোর্ডের চেয়ারম্যান ও হেফাজত আমির আল্লামা শাহ আহমদ শফী তার কার্যালয়ে এ ফল প্রকাশ করেন। 

এর আগে বোর্ডের চেয়ারম্যানের হাতে কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল তুলে দেন বোর্ড মহাসচিব মুফতি জসীমুদ্দীন ও পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আনাস মাদানী।

এ ব্যাপারে পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আনাস মাদানী জানান, বোর্ডের অধীনে এবার কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৩ লাখ ১৬ হাজার ৯৯৭ জন শিক্ষার্থী। বোর্ডের অধীনে পরিচালিত মাদ্রাসাসমূহের অংশগ্রহণে সর্বমোট ২ হাজার ৬৪৪টি কেন্দ্রে সনদ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া শিক্ষার্থীরা কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফল স্ব-স্ব প্রতিষ্ঠানের পাশাপাশি অনলাইনে বোর্ডের ওয়েবসাইটেও (www.nooraniboardctg.com) দেখতে পারবে।

ফলাফল হস্তান্তর ও প্রকাশকালে উপস্থিত ছিলেন বোর্ডের সাংগঠনিক সম্পাদক মাওলানা জমীরুদ্দিন, সিনিয়র প্রশিক্ষক মাওলানা সলিমুল্লাহ খান, মাওলানা আবুল হাশেম, মাওলানা ইব্রাহীম খলীল সিকদার, মাস্টার আনিসুল ইসলাম, মাওলানা এমদাদুল্লাহ, মাওলানা মাসুদুর রহমান, মাওলানা মুখতার, মাওলানা নুরুল আবছার, মাওলানা নুরুল আলম, মাওলানা আবুল হাশেম প্রমুখ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //