জাল টাকাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার

নাটোরে জাল টাকাসহ মো. রিপন (৩৩) এবং তার স্ত্রী লাবনী আক্তার রিমুকে (২০) গ্রেপ্তার করেছে র‌্যাব।

গতকাল মঙ্গলবার (২১ মে) রাত সাড়ে ১০টার দিকে নাটোর সদর উপজেলার ধরাইল বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ বুধবার (২২ মে) সকালে নাটোর র‌্যাব ক্যাম্প থেকে এক পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার আসামি মো. রিপন রাজশাহী জেলার বাগমারা উপজেলার রনশি বারী গ্রামের শহিদুল ইসলামের ছেলে। লাবনী আক্তার রিমু একই এলাকার মো. রিপন আলীর স্ত্রী।

র‍্যাব নাটোর জানায়, মঙ্গলবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ধরাইল বাজারে একটি অভিযান পরিচালনা করে র‍্যাব। এসময় মো. রিপন ও তার স্ত্রী লাবনী আক্তার রিমুর কাছ থেকে এক হাজার টাকার ১৩টি নোট এবং পাঁচশ টাকার ২৪টি জাল নোটসহ তাদের গ্রেপ্তার করা হয়।

র‍্যাব আরো জানায়, রিপন এবং তার স্ত্রী রিমু সঙ্ঘবদ্ধ জালিয়াত চক্রের কাছ থেকে জাল টাকা সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় তা সরবরাহ করে আসছিল। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় নাটোর সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের পর হস্তান্তর করা হয়।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, জাল টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে থানায় দুইজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে নেওয়ার প্রস্তুতি চলছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //