কুড়িগ্রামের ৩ উপজেলায় চেয়ারম্যান হলেন যারা

কুড়িগ্রামের সদর উপজেলায় বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মো. মন্জুরুল ইসলাম রতন। তিনি জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক। আনারস প্রতীকে তার প্রাপ্ত ভোট ৫২ হাজার ৪৪।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আমান উদ্দিন আহমেদ মন্জু জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ৮৩ ভোট।

কুড়িগ্রামের রাজারহাট উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী। তিনি রাজারহাট উপজেলা যুবলীগের সদস্য। মোটরসাইকেল প্রতীকে তার প্রাপ্ত ভোট ৩৭ হাজার ৩৪৩।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবু নুর মো. আক্তারুজ্জামান উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তিনি আনারস প্রতীকে পেয়েছেন ১৮ হাজার ৭৭৩ ভোট।

কুড়িগ্রামের উলিপুর উপজেলা পরিষদ নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন মো. সাজাদুর রহমান তালুকদার। তিনি জেলা আওয়ামী লীগের সদস্য। আনারস প্রতীকে তার প্রাপ্ত ভোট ৫০ হাজার ৪৪৬।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম হোসেন মন্টু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তিনি মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৮৪ ভোট।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //