ঝিনাইদহের দুই উপজেলায় ভোটগ্রহণ শেষে চলছে গণনা

প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ঝিনাইদহের দুটি উপজেলায় ভোটগ্রহণ শেষে এখন গণনা চলছে।

এর আগে, আজ বুধবার (৮ মে) সকাল ৮ টা থেকে শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকাল ৪ টা পর্যন্ত।

প্রথম ধাপের ঝিনাইদহ সদর ও কালীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে ১০, ভাইস চেয়ারম্যান পদে ১০ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬ প্রতিদ্বন্দ্বিতা করছে।

নির্বাচনে সদর উপজেলায় ৩ লাখ ৯০ হাজার ৯’শ ৩৪ ও কালীগঞ্জ উপজেলায় ২ লাখ ৪৪ হাজার ৯’শ ২৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচন অবাধ ও নিরপেক্ষ করতে এই দুই উপজেলায় ৩৪ টি মোবাইল টিম, ৪ টি স্ট্রাইকিং ফোর্স ও ৫ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

এছাড়াও প্রতিটি কেন্দ্রে ৪ জন পুলিশ সদস্য ও ১৩ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //