নাটোরে রেললাইনে বস্তা গুঁজে চলছে ট্রেন

নাটোরের বাগাতিপাড়া লোকমানপুর রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইন ভেঙ্গে ৬ ইঞ্চি ফাঁক হওয়ার ঘটনা ঘটেছে। ফলে ওই স্থানে বস্তা গুঁজে ধীর গতিতে রাজশাহী রুটের ট্রেন চলাচল করছে। বর্তমানে ওই স্থানে মেরামতের কাজ চলছে।

আজ বুধবার (৮ মে) সকালে উপজেলার লোকমানপুর রেলস্টেশন এলাকায় এমন চিত্র দেখা গেছে। 

বাংলাদেশ রেলওয়ে (পশ্চিম) রাজশাহীর মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার বিষয়টি  নিশ্চিত করেছেন।

জিএম অসীম কুমার তালুকদার বলেন, আমাদের এ অঞ্চলের রেললাইন গুলো প্রায় ৫০ বছরের পুরানো। ফলে এ রেললাইনের ধারণ ক্ষমতা কমে গেছে। এজন্য কিছু কিছু স্থানে চাপে রেল লাইনগুলো ভেঙ্গে যায়। সকালে একটি কমিউটার ট্রেন চলাচলের সময় স্থানীয় লোকজন রেললাইন ভাঙ্গা দেখতে পান। পরে আমাদের লোকজন ঘটনাস্থলে গিয়ে দেখেন প্রায় ৬ ইঞ্চির মতো ভেঙ্গে গেছে। তবে তেমন বিপদজনক নয়। ১০ কিলোমিটার বেগে ট্রেন চলাচল করছে।

তিনি আরও বলেন, ভাঙ্গা রেললাইন স্থানে মেরামত কাজ চলছে। খুব দ্রুত সময়ের মধ্য স্বাভাবিক হবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //