যুবদল সভাপতির কারাদণ্ডের প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ

কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর বিরুদ্ধে আদালতের দেওয়া রায়কে ‘মিথ্যা ও ফরমায়েশি রায়’ আখ্যা দিয়ে কারাবন্দি রাখার প্রতিবাদে রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল।

আজ বুধবার (১ মে) বিকালে রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে যুবদলের নেতাকর্মীরা অংশ নেয়। 

মিছিল শেষে বিক্ষোভ সমাবেশে জেলা যুবদলের সহ-সভাপতি জাফর উদ্দিন টুনু সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সম্পাদক নাজিম উদ্দীনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের উপজাতি বিষয়ক সম্পাদক আবু সাদাৎ মো. সায়েম।

উপস্থিত ছিলেন রাঙ্গামাটি সদর থানা যুবদলের আহবায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব সাজ্জাদ হোসেন রহিম, নগর যুবদলের সদস্য সচিব কামাল উদ্দিনসহ অন্যান্যরা।

এসময় বক্তারা বলেন, বর্তমান অবৈধ সরকার বিরোধী মতকে দমন করতে বিএনপির নেতা কর্মীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি-নির্যাতন করছে। সালাউদ্দিন টুকুকে মিথ্যা মামলায় ফরমায়েশি রায় দিয়ে কারাবন্দি করে রেখেছে। এসময় দ্রুত টুকুকে মুক্তি দেয়ার দাবি জানান বক্তারা।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //