গোপালগঞ্জে হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জের কোটালীপাড়ার আলোচিত কমলেশ বাড়ৈ (৪৫) হত্যা মামলায় দুইজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন অতিরিক্ত দায়রা জজ আদালত।

আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মাকসুদুর রহমান সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এ রায় প্রদান করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- কোটালীপাড়া উপজেলার তালপুকুরিয়া গ্রামের মহেন্দ্রনাথ বাড়ৈর ছেলে মনমথ বাড়ৈ এবং কমলেশ বাড়ৈর স্ত্রী সুবর্ণা বাড়ৈ। আসামিরা পলাতক রয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, কমলেশ বাড়ৈ একজন কাঠমিস্ত্রি ছিলেন। তার স্ত্রী সুবর্ণা বাড়ৈ পরকীয়া প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে একই গ্রামের মনমথ বাড়ৈর সাথে। বিষয়টি কমলেশ জেনে যাওয়ায়  পরিকল্পনা করে গত ২ মার্চ ২০২০ গভীর রাতে কমলেশকে হত্যা করে। পরে কমলেশের লাশ ঘেরের পাড়ে মাটিচাপা দেয়। এর তিনমাস পর ঘেরপাড় থেকে কমলেশের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় মৃতের ভাই রমেশ বাড়ৈ দুইজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানির পর সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মঙ্গলবার আসামি দুজনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //