টেকনাফে আইস ও ইয়াবাসহ মাদককারবারি আটক

কক্সবাজারের টেকনাফে বিজিবির চেকপোস্টে ১৬০ গ্রাম আইস ও ৬ হাজার পিস ইয়াবাসহ এক মাদককারবারিকে আটক করেছে বিজিবি।

আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) টেকনাফ ব্যাটালিয়নের (২ বিজিবি) অধীনস্থ শীলখালী চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃত মোহাম্মদ ইউনুস টেকনাফের রুহুল্যার ডেফা এলাকারবশির আহমেদের ছেলে।

বিজিবি জানায়, মেরিন ড্রাইভ হয়ে টেকনাফ- কক্সবাজার মহাসড়ক দিয়ে মাদকদ্রব্য পাচার হওয়ার খবরে টেকনাফ ব্যাটালিয়নের অধীনস্থ দমদমিয়া, হোয়াইক্যং, খুরেরমুখ এবং শীলখালী চেকপোস্ট বসায় বিজিবি। এসময় সন্দেহজনক একটি প্রাইভেটকার তল্লাশি চালানো হয়। গাড়ির চালকের স্বীকারোক্তিতে চালকের বাম পাশের সিট বেল্টের প্লাস্টিক কাভারের নিচে লুকায়িত অবস্থায় ১৬০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও তার মোবাইল ফোন ও প্রাইভেট কার জব্দ করা হয়।

আটককৃত মাদক কারবারিকে জব্দকৃত ক্রিস্টাল মেথ আইস, ইয়াবা, প্রাইভেটকার এবং মোবাইল ফোনসহ নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //