মাদারীপুরে হিট স্ট্রোকে ২ জনের মৃত্যু

মাদারীপুরে পৃথক স্থানে হিট স্ট্রোকে শাহাদাত সরদার (৫২) ও মোসলেম ঘরামী (৫৮) নামে দুইজনের মৃত্যু হয়েছে।

আজ রবিবার (২৮ এপ্রিল) সকালে মারা যান ব্যবসায়ী শাহাদাৎ সরদার (৫২) ও দুপুরে মারা যান কৃষক মোসলেম ঘরামী (৫৮)।

নিহত শাহাদাৎ সরদার কালকিনির পশ্চিম শিকারমঙ্গল গ্রামের মৃত সালাম সরদারের ছেলে। অপরদিকে মোসলেম ঘরামী ডাসার উপজেলার মৃত ইসলাম ঘরামীর ছেলে।

স্বজন ও স্থানীয়রা জানায়, সকালে কালকিনির পশ্চিম শিকারমঙ্গলের প্লাস্টিক কারাখানার ব্যবসায়ী শাহাদাৎ সরদার প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন। কিছুক্ষণ পরে বুকে ব্যথা হলে তার মৃত্যু হয়। অপরদিকে বাড়ির পাশে পাটের জমিতে কাজে যান ডাসার উপজেলার পূর্ব মাইজপাড়া গ্রামের কৃষক মোসলেম ঘরামী। কাজের ফাঁকে প্রচণ্ড রোদে হিট স্ট্রোকে মৃত্যু হয় মোসলেমের। পরে দুপুরে পরিবারের লোকজন জমি থেকে মরদেহ উদ্ধার করেন।

মাদারীপুর সিভিল সার্জন মো. মুনীর আহমেদ খান জানান, এই তীব্র গরমে সকলকেই ঠান্ডা ও ছায়ায় থাকা উচিত।  অতিরিক্ত তাপপ্রবাহে বিশেষ প্রয়োজন ছাড়া মাঠে কাজে বের না হওয়া উচিত। যদি বের হতেই হয় তবে ছাতা ও পানি সঙ্গে রাখা উচিত। 

মাদারীপুরের পুলিশ সুপার মাসুদ আলম বলেন, হিট স্ট্রোকে দুইজনের মৃত্যু হয়েছে বিষয়টি স্বজনরা জানিয়েছেন। বিষয়টি খুবই দুঃখজনক।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //