সেনাবাহিনীর অভিযানে কেএনএফের ২ সদস্য নিহত

বান্দরবানের রুমায় সেনাবাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুই সদস্যের গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আজ রবিবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার দুর্গম বাকলাই পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আইএসপিআর রবিবার দুপুরে তাদের একটি বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে।

এসময় তিনটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, ওয়াকি-টকি ও অন্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

এর আগে রবিবার সকালে বান্দরবানের রুমা ও থানচির সীমান্তবর্তী এলাকায় দুটি মরদেহের উদ্ধারের কথা জানায় স্থানীয়রা।

ওই সময় পুলিশ জানায়, তাদের পরনে কেএনএফের পোশাক থাকায় ধারণা করা হচ্ছে, মরদেহ দুটি কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্যের, তবে তাদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

থানচি থানার ওসি জসিম উদ্দিন বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে দুটি মরদেহর খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি, জায়গাটি দুর্গম হওয়ায় হেঁটে যেতে হচ্ছে। ঘটনাস্থলে যাওয়ার পর বিস্তারিত জানতে পারব।’

ব্যাংক ডাকাতির ঘটনায় রুমা ও থানচিতে কেএনএফ সদস্যের ধরতে পরিচালিত হচ্ছে যৌথ অভিযান। এ পর্যন্ত যৌথ অভিযানে কেএনএফের ৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এছাড়াও ২২ এপ্রিল রুমার উপজেলার মুনলাই পাড়া এলাকায় নিহত হয় লালরেন রোয়াত বম নামে কেএনএফের এক সদস্য।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //