ঈশ্বরদীতে হিট স্ট্রোকে স্বর্ণ কর্মকারের মৃত্যু

ঈশ্বরদীতে হিটস্ট্রোকে রতন কর্মকার (৫৮) নামে এক স্বর্ণ কর্মকারের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার (২৪ এপ্রিল) বিকেল ৪টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তার বাড়ি পৌরসভার নূরমহল্লা এলাকায়। তিনি সোনা-রূপার গহনা তৈরির কাজ করতেন।

মৃতের ভাই প্রশান্ত কর্মকার জানান, বুধবার দুপুর তিনটার দিকে তীব্র গরমের মধ্যে দোকান থেকে কাজ করে রতন কর্মকার বাড়িতে এসে খাওয়া-দাওয়ার পর বিছানায় শুয়ে পড়েন। এরইমধ্যে বিদ্যুৎ চলে গেলে তার শরীর ঘেমে ওঠে এবং হঠাৎ অসুস্থ হয়ে বিছানা থেকে নিচে পড়ে সংজ্ঞা হারিয়ে ফেলেন।

পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী লিটন রায় জানান, সুস্থ মানুষ। সকালেও কথা হয়েছে। তীব্র গরমের মধ্যে বিদ্যুৎ না থাকার কারণে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //