কুখ্যাত ডাকাত হাসান আশুলিয়ায় গ্রেপ্তার

কুখ্যাত ডাকাত সর্দার ১৪টি ডাকাতি ও অস্ত্র মামলার প্রধান আসামি মো. হাসান মোল্যাকে (৪০) ঢাকার সাভারের আশুলিয়া থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ রবিবার (২১ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানান র‍্যাব-৪ সিপিসি-২–এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান।

শনিবার (২০ এপ্রিল) দিবাগত রাতে সাভারের আশুলিয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মো. হাসান মোল্যা ফরিদপুর জেলার বাসিন্দা।

র‌্যাব জানায়, গত ২৭ ফেব্রুয়ারি রাতে একটি অস্ত্রধারী ডাকাত দল ফরিদপুর জেলার সালথা থানাধীন ফুকরা পশ্চিমপাড়া এলাকার একটি বাড়ির ঘরের দরজা ভেঙ্গে দেশীয় অস্ত্রসহ ঘরে প্রবেশ করে। ঘরে থাকা ব্যক্তিদের হাত, পা, মুখ বেঁধে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণের চেইন, আংটি, কানের দুলসহ সর্বমোট ৬ ভরি স্বর্ণের গহনা ডাকাতি করে পালিয়ে যান।

ওই ডাকাতির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে ফরিদপুর জেলার সালথা থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেন। পরবর্তীতে র‍্যাব-৪ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানাধীন চারিগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে ১৪টি ডাকাতি ও অস্ত্র মামলার প্রধান আসামি এবং কুখ্যাত ডাকাত সর্দারকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে র‍্যাব জানতে পেরেছে, হাসান আন্তঃজেলা ডাকাত দলের একজন সর্দার ও সক্রিয় সদস্য। তার নেতৃত্বে একটি সংঘবদ্ধ ডাকাত দল রয়েছে। 

র‍্যাব আরও জানায়, ঢাকার আশুলিয়া, গোপালগঞ্জ, ফরিদপুর, নড়াইল, নাটোর জেলার বিভিন্ন এলাকায় প্রবাসী ও বিত্তশালীদের বাড়ি টার্গেট করে তার দলের সদস্যরা ডাকাতির জন্য লক্ষ্যবস্তু বানিয়ে গভীর রাতে বাড়িতে প্রবেশ করে। এরপ ঘরে থাকা ব্যক্তিদের হাত-পা, মুখ বেঁধে মারধর করে ও অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্নের গহনাসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে পালিয়ে বিভিন্ন স্থানে আত্মগোপন করেন।

র‍্যাব কর্মকর্তা রাকিব মাহমুদ খান বলেন, গ্রেপ্তারব্যক্তির বিরুদ্ধে ঢাকার আশুলিয়া, গোপালগঞ্জ, ফরিদপুর, নড়াইল ও নাটোর জেলার বিভিন্ন থানায় ১৪ টি ডাকাতি ও অস্ত্র মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডাকাতির বিরুদ্ধে র‌্যাবের অভিযান চলবে বলেও জানান তিনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //