চরে আটকা ৮০ দর্শনার্থী, ৯৯৯-এ কল পেয়ে নৌপুলিশের উদ্ধার

জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল পেয়ে লক্ষ্মীপুরের রামগতির দুর্গম চর আবদুল্লাহতে আটকা পড়া ৮০ জন পর্যটককে উদ্ধার করেছে নৌপুলিশ। এদের মধ্যে বেশ কয়েকজন নারী ও শিশু রয়েছে। পরে তারা নিজ নিজ বাড়িতে চলে যান। 

আজ সোমবার (১৫ এপ্রিল) ভোরে রামগতি বড়খেরী নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফেরদৌস আহমেদ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।

এর আগে গতকাল রবিবার (১৪ এপ্রিল)রাতে রামগতির নদীবেষ্টিত ইউনিয়ন ও দুর্গম চর আবদুল্লায় আটকা পড়া ৮০ জন পর্যটককে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া কয়েকজন পর্যটক জানান, তারা ট্রলারে করে চরে ঘুরতে যায়। সেখানে তারা নদীর তীর থেকে একটু দূরে চলে যান। পরে তীরে এসে আর নৌকা-ট্রলার পাচ্ছিলেন না। এতে তারা সেখানে আটকা পড়েন। তাদের মধ্যে বেশকয়েকজন নারী ও শিশু ছিলো। ওই চর এমনিতে অনিরাপদ। রাতে আরও বেশি অনিরাপদ। এতে আটকে পড়াদের একজন ৯৯৯ এ কল দিলে রাতেই ট্রলার নিয়ে পুলিশ এসে  তাদের উদ্ধার করে।

রামগতি বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ফেরদৌস আহমেদ বলেন, বিকাল সাড়ে ৫টার দিকে পর্যটকদের উদ্ধারের বিষয়ে আমাদের জানানো হয়। পরে রাতে তিনটি ট্রলার নিয়ে পর্যটক সবাইকে অক্ষত অবস্থায় উদ্ধার করে আনা হয়েছে। জোয়ার-ভাটার উপর ভিত্তি করে ওই চরে যাওয়া লাগে বলেও জানান তিনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //