অস্ত্রোপচারে এক ব্যক্তির পায়ুপথ থেকে বের হলো ৬ ইঞ্চি ডাব

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় অস্ত্রোপচারের মাধ্যমে ৪৫ বছর বয়সী এক ব্যক্তির পায়ুপথের ভেতর থেকে ৬ ইঞ্চি ডাব বের করেছে চিকিৎসক।

আজ শনিবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার ওয়ারুক বাজারস্থ মেডিল্যাব হসপিটাল এন্ড ট্রমা সেন্টার হাসপাতালের একঘণ্টা চেষ্টা চালিয়ে চিকিৎসকরা ওই ডাব অপসারণ করতে সক্ষম হন।

হাসপাতাল ও রোগীর স্বজন সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের একটি গ্রামের এক ব্যক্তি (মানবিক দিক বিবেচনা করে পরিচয় গোপন রাখা হলো) তার পায়ুপথে দুর্ঘটনাবশত ডাবটি ঢুকে যায়। এক্স-রে করে ডাবটি অনেক বড় দেখলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ উল হাসান অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। পরে চিকিৎসকদের একটি টিম একঘণ্টা চেষ্টা চালিয়ে ওই ডাবটি বের করতে সক্ষম হন।

হাসপাতালে আগত আরেক রোগীর স্বজন মো. শেখ ফরিদ জানান, অপারেশনের পর বের হওয়া ডাবের আকার দেখে তিনি তাজ্জব বনে গেছেন। এ ঘটনায় রোগী বা তার সঙ্গে আগত স্বজনরা গণমাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি।

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ উল হাসান জানান, দুর্ঘটনাবসত ঢিলা কূলুপ করতে গিয়ে রোগীর মলদ্বার দিয়ে ডাবটি ঢুকে যায়। আমরা একঘণ্টা চেষ্টা চালিয়ে ডাবটি বের করতে সক্ষম হই।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //