সিলেটের সব স্থলবন্দর দিয়ে টানা ৬দিন আমদানি-রপ্তানি বন্ধ

ঈদে টানা ৬দিন তামাবিল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। আজ রবিবার (৭ এপ্রিল) জেলা পাথর আমদানিকারক গ্রুপের সভাপতি আতিক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ৯ এপ্রিল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত তামাবিল, শেওলা, সুতারকান্দি, ভোলাগঞ্জ ও জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। সবকটি বন্দরের সঙ্গে মিল রেখে এ ছুটি ঘোষণা করা হয়েছে। ১৫ এপ্রিল থেকে আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে।

তামাবিল পাথর, চুনাপাথর ও কয়লা আমদানিকারক গ্রুপের সভাপতি লিয়াকত হোসেন বলেন, ঈদের আগে আর একদিন (সোমবার) বন্দর দিয়ে আমদানি-রপ্তানি হবে। এরপর টানা ছয়দিন বন্ধ থাকবে। আগামী ১৫ এপ্রিল থেকে এ কার্যক্রম স্বাভাবিক হবে।

সিলেট বিভাগের ফল ও কাঁচামাল আমদানি-রপ্তানিকার ব্যবসায়ী আবুল কালাম বলেন, অন্য বন্দর ও শুল্ক স্টেশনের মতো জকিগঞ্জ শুল্ক স্টেশন দিয়েও আগামী ৯ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ছয়দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

সিলেটের শেওলা স্থলবন্দরের সুপারিনটেনডেন্ট নুরুল মোস্তফা বলেন, ৯ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত আমদানি-রপ্তানি বন্ধ থাকবে। তবে আমাদের জনবল সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে। দুই দেশের বৈধ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //