রুমা-রোয়াংছড়ি সীমান্তবর্তী এলাকায় গোলাগুলির শব্দ

বান্দরবানের রুমা-রোয়াংছড়ি উপজেলার সীমান্তবর্তী বেতছড়া পুলিশ ক্যাম্প হতে দেড়-দুই গজ দূর থেকে ভেসে আসছিল থেমে থেমে গোলাগুলির শব্দ এতে কিছুটা আতংকিত হয়ে পড়ে এলাকার মানুষ।

গতকাল শুক্রবার (৫ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে গোলাগুলির শব্দ শুনতে পায় স্থানীয়রা।

এ বিষয়ে বেতছড়া ক্যাম্পের ইনর্চাজ মো. হুমায়ন জানান, আমাদের বেতছড়া ক্যাম্প থেকে দেড় দুইশত গজর দূরের পাহাড়ে পাশ দিয়ে ১ বা ২ রাউন্ড গুলির শব্দ ভেসে আসে রাতের অন্ধকার হওয়ায় পরিষ্কারভাবে দেখা যায়নি, তবে আমরা সর্তক অবস্থায় আছি, জনসাধারণের নিরাপত্তার জন্য সব সময় প্রস্তুত আছি।

এদিকে রুমা উপজেলা নির্বাহী অফিসার মো. দিদারুল আলম জানান, গত কয়েকদিন ধরে রুমা উপজেলার পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। তবে আজ রাতের দিকে একটা খবর শুনেছিলাম রোয়াংছড়ির বেতছড়া এলাকায় দুই-একটা গুলির শব্দ শোনা গিয়েছিল, তবে এখন সেরকম কোন গোলগুলির শব্দ নেই। এলাকার জনসাধারণের নিরাপত্তার কথা বিবেচনা করে এখানে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে জননিরাপত্তায় টহল জোরদার করা হয়েছে।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //