লালমনিরহাটে জেলা পরিষদ চেয়ারম্যান হলেন এমপির এপিএস

লালমনিরহাট জেলা পরিষদ উপ-নির্বাচনে বেসরকারি ফলাফলে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন এমপির (ব্যক্তিগত সহকারী) এপিএস আবু বক্কর সিদ্দিক। তিনি মোবাইল ফোন প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন। তিনি লালমনিরহাট-১ আসনের এমপি মোতাহার হোসেনের এপিএস।

বেসরকারি ফলাফলে মো. আবু বক্কর সিদ্দিক (মোবাইল ফোন) প্রতীক পেয়েছেন ২৮২ ভোট। তার নিকটতম প্রার্থী সফুরা বেগম (কাপ-পিরিচ) প্রতীক পেয়েছেন ২৭৩ ভোট। মোট ৯ ভোট বেশি পেয়ে মো. আবু বক্কর সিদ্দিক বেসরকারি ফলাফলে লালমনিরহাট জেলা পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।

এদিকে আজ বুধবার (৩ এপ্রিল) সকাল ৯টা থেকে শুরু হওয়া জেলার ৫টি উপজেলার ৬টি কেন্দ্রে দুপুর ২টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

৬টি কেন্দ্রেই ইভিএমের মাধ্যমে ভোটাররা ভোট প্রদান করেছেন। উপ-নির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে মো. আবু বক্কর সিদ্দিক (মোবাইল ফোন) প্রতীক, মো. আশরাফ হোসেন বাদল (চশমা) প্রতীক, মো. নজরুল হক পাটোয়ারী ভোলা (আনারস) প্রতীক, মো. মমতাজ আলী (মোটর সাইকেল) প্রতীক এবং সফুরা বেগম (কাপ-পিরিচ) প্রতীক এ নির্বাচন করছেন। ৫টি উপজেলা, ২টি পৌরসভা ও ৪৫টি ইউনিয়নের ৬টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৬২৪জন।

উল্লেখ্য যে, গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য জেলা পরিষদ চেয়ারম্যান থেকে  অ্যাডভোকেট মো. মতিয়ার রহমান পদত্যাগ করায় শূন্য পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //