বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত

যশোরের বেনাপোলের দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাবু মিয়া (৩২) ও ডালিম হোসেন(৩২) নামে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছে।

আহত বাবু দৌলতপুর গ্রামের দ্বীন ইসলাম ছেলে  ও ডালিম একই গ্রামের বরকত আলীর ছেলে।

মঙ্গলবার (২ এপ্রিল) রাত ১১টার দিকে দৌলতপুর বিজিবি ক্যাম্পের ওপারে ভারতে কালিয়ানী বিএসএফ ক্যাম্পের সদস্যরা গুলি বর্ষণ করেন। এ সময় বেনাপোল পোর্ট থানার দৌলতপুর গ্রামের বাবু মিয়া ও ডালিম হোসেন বিএসএফের গুলিতে আঘাতে গুরুতর আহত হয়। পরে বিজিবি সীমান্ত থেকে তাদের উদ্ধার করে বিজিবি হেফাজতে নিয়ে চিকিৎসা দিচ্ছেন। 

খুলনা-২১ বিজিবি ব্যাটেলিয়ানের কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল মোহাম্মদ খুরশিদ আনোয়ার পিএসসি জানান, বাংলাদেশি দুই যুবক দৌলতপুর সীমান্ত দিয়ে মাদক আনার জন্য ভারত সীমান্তের ১৭/৭ এস এর ১৮২ আর পিলারের কাছে গেলে। ওই সময় ভারতের কালিয়ানী বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের উপর গুলি বর্ষণ করে। এতে ডালিম ও বাবু নামে দুই যুবকের পা ও চোখ ক্ষতবিক্ষত হয়। ওই সময় সীমান্তে টহলে থাকা বিজিবি সদস্যরা তাদের উদ্ধার করে ক্যাম্পে এনে অবৈধ অনুপ্রবেশ আইনে আটক দেখিয়ে তাদের হেফাজতে রেখে চিকিৎসা দিচ্ছেন। সুস্থ হলে তাদের থানায় সোপর্দ করবেন বলে জানান তিনি।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //