টেকনাফে একাধিক মামলার আসামি গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফের একাধিক মামলার পলাতক আসামি শীর্ষ ডাকাত শাহ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার শাহ আলম প্রকাশ ডাকাত শাহ আলম (৩৬) টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী গাজীপাড়া এলাকার বাসিন্দা আব্দুল মজদি প্রকাশ ভোলাইয়া বেদার ছেলে।

গতকাল শুক্রবার (২৯ মার্চ) সন্ধ্যায় কক্সবাজার সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।  

আজ শনিবার (৩০মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ থানার ওসি মো. ওসমান গণি। 

তিনি জানান, গোপন সংবাদে জানা যায় একাধিক মামলার পলাতক আসামি শাহ আলম বাহিনীর প্রধান ডাকাত শাহ আলম কক্সবাজার সদর এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দার সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়।

এই শাহ আলমের বিরুদ্ধে একাধিক খুন, অপহরণ, অস্ত্র, পুলিশ এ্যাসল্ট, চুরি, মাদক ও মারামারি মামলা রয়েছে। তার বিরুদ্ধে বর্তমানে টেকনাফ মডেল থানায় খুনের মামলাসহ ৫টি তদন্তাধীন মামলা এবং ২টি  গ্রেপ্তারী পরোয়ানা মুলতবি রয়েছে। এছাড়া এই আসামির বিরুদ্ধে একাধিক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

জিজ্ঞাসাবাদে জানা যায়, শাহ আলম রঙ্গীখালি এলাকায় গহীন পাহাড়ে ৪০/৫০ জনের একটি অপহরণ চক্র গড়ে তুলেছেন। সাম্প্রতিক সময়ে টেকনাফে অপহরণগুলোর মূল ভূমিকায় ছিলেন ডাকাত শাহ আলম। এছাড়া গহীন পাহাড়ে অস্ত্র তৈরির কারখানা গড়ে তুলেছেন তিনি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //