হবিগঞ্জে অব্যাহত চুরির প্রতিবাদে সড়ক অবরোধ

অব্যাহতভাবে চুরির প্রতিবাদে হবিগঞ্জ শহরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সচেতন নাগরিক সমাজ ও ব্যবসায়ীরা।

আজ শনিবার (৩০ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পৌনে ৪টা পর্যন্ত জেলা শহরের প্রধান সড়ক টাউন হল এলাকায় অবরোধ করে রাখা হয়। এসময় সড়কে গাছসহ মালামাল ফেলে রেখে তারা বসে থাকেন।

আন্দোলনকারীদের অভিযোগ, গত কয়েকদিন ধরে হবিগঞ্জ শহরে অব্যাহতভাবে চুরির ঘটনা ঘটছে। যে কারণে অনেক ব্যবসায়ীর পথে বসতে হয়েছে।

তারা বলেন, এক মাসের ব্যবধানে টাউন হল রোডে পাভেল খান চৌধুরীর নামে একজনের ‘গেজেট হবিগঞ্জ’ নামে ব্যবসা প্রতিষ্ঠানে তিনবার চুরি হয়। তিনবারে শতাধিক মোবাইলফোন খোয়া গেছে। এছাড়া সম্প্রতি মর্তুজা ইমতিয়াজ নামে আরেকজনের সিটি টেলিকমসহ আরো কয়েকটি দোকানে চুরি হয়েছে।

আন্দোলনে অংশ নেওয়া হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পাভেল খান চৌধুরী বলেন, হবিগঞ্জ শহরে গেল এক মাসে অন্তত ৫০টি দোকানে চুরি হয়েছে অথচ পুলিশ এসব ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি। উদ্ধার হয়নি চুরি যাওয়া মালামালও।

এজন্য হবিগঞ্জ শহরের ব্যবসায়ীরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। চুরি রোধে পুলিশের তৎপরতা বাড়ানো না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বিক্ষোভ সমাবেশে খোয়াই থিয়েটারের সাধারণ সম্পাদক ইয়াছিন খানসহ অন্যান্যরা বক্তব্য দেন। আন্দোলনে শতাধিক ব্যবসায়ী অংশ নেন।  আন্দোলন চলাকালে হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার খলিলুর রহমান ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধ ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেছেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //