পর্যটন বিকাশে কক্সবাজারকে বিশ্বের কাছে তুলে ধরার আহ্বান

পর্যটন শিল্পের বিকাশে সমন্বিত প্রয়াসের মাধ্যমে কক্সবাজারকে বিশ্বের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী উবায়দুল মোকতাদির চৌধুরী।

আজ বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর ও সংস্থা সমূহের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এই আহ্বান জানান।

এসময় মন্ত্রী আরো বলেন, একটি মহাপরিকল্পনার মাধ্যমে কক্সবাজারকে উন্নত ও সমৃদ্ধ পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার।

কউক চেয়ারম্যান কমডোর (অব:) মোহাম্মদ নুরুল আবছারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংসদ সদস্য এম এ লতিফ, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নবীরুল ইসলাম বক্তব্য রাখেন।

এসময় কউক সদস্য প্রকৌশল লে. কর্নেল তাহসিন বিন আলমসহ জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, গণপূর্ত জোন, কউক, নগর উন্নয়ন অধিদপ্তর এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //