ড্রাইভিং লাইসেন্স নবায়ন সহজ করার দাবিতে চুয়াডাঙ্গায় মানববন্ধন

ড্রাইভিং লাইসেন্স নবায়ন সহজ করার দাবিতে চুয়াডাঙ্গায় পেশাদার চালকরা মানববন্ধন করেছেন।

আজ বুধবার (২০ মার্চ) বেলা ১১টায় চুয়াডাঙ্গা একাডেমী স্কুল মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে চুয়াডাঙ্গা জেলার পেশাদার চালকরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে চালকরা দাবি করেন, জাতীয় পরিচয়পত্রের ছোটখাট ভুল সহজে সমাধান করে লাইসেন্স নবায়ন না করায় দক্ষ চালকরা লাইসেন্সবিহীন চালকে পরিণত হচ্ছেন। দীর্ঘদিন ধরে প্রবীণ ও দক্ষ চালকরা তাদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে পারছেন না। এসব চালকরা যখন ড্রাইভিং লাইসেন্স করেছেন তখন জাতীয় পরিচয়পত্র ছিল না। পরে জাতীয় পরিচয়পত্রের সঙ্গে বেশিরভাগ চালকের ড্রাইভিং লাইসেন্সের তথ্যের গরমিল হয়েছে। এই জটিলতায় চালকদের লাইসেন্স নবায়ন করতে ভোগান্তিতে পড়তে হচ্ছে। তারা আরো দাবি করেন, জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স নবায়ন করা হলে সহজে চালকরা লাইসেন্স নবায়ন করতে পারবেন। বর্তমান পদ্ধতিতে আগে জাতীয় পরিচয়পত্র সংশোধন করতে হচ্ছে। এতে সময় বেশি লাগছে, ভোগান্তিও বেড়েছে। চালকদের নবায়ন আবেদন বছরের পর বছর পড়ে রয়েছে। বিষয়টি মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে লিখিতভাবে অবহিত করা হলে রাষ্ট্রপতির দপ্তর থেকে বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশনের মাধ্যমে ভুক্তভোগী চালকদের তালিকা গ্রহণ করা হয়। পরবর্তীতে স্মার্টকার্ডধারী চালকদের নবায়ন কাজে গতি আসলেও নন-স্মার্টকার্ডধারীদের নবায়ন থমকে আছে। এসব চালকদের বিআরটিএ সদর কার্যালয়ের অনুমোদন  আছে। তারা ফিঙ্গার প্রিন্ট দেওয়ার পর দুই বছর পেরিয়ে গেলেও কেবল জন্মতারিখ অমিলের কারণে বিষয়টি ঝুলে আছে। ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে সমাধান না হওয়ায় চালকরা তাদের পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছে। তারা যানবাহন নিয়ে পথে বেরুলেই মামলার শিকার হচ্ছে। ড্রাইভিং লাইসেন্স নবায়ন জটিলতার কারণে দেশে প্রায় ২০ লাখ চালক তাদের ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে পারছেন না।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এম. জেনারেল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রবাস সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিপন মোল্লা, চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক ও ট্রাংকলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ ও চুয়াডাঙ্গা জেলা ট্রাক ট্রাক্টর ও কাভার্ড ভ্যান এবং ট্রাংকলরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত) শ্রমিক ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //