ধামরাইয়ে অবৈধভাবে মাটির কাটার প্রতিবাদে মানববন্ধন

ঢাকার ধামরাইয়ে তিন ফসলি জমির মাটি কাটার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে গ্রামবাসী।

গতকাল সোমবার (১৮ মার্চ) উপজেলার চৌহাট ইউনিয়নের ধামরাই-মির্জাপুর আঞ্চলিক সড়কের পাড়াগ্রাম এলাকায় এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়। মানববন্ধনে মাটি ব্যবসায়ী ভূমিদস্যু লাবু, ফজল ও আলীমের শাস্তি এবং বিচারের দাবি জানান প্রশাসনের নিকট।

মানববন্ধনে গ্রামবাসী বলেন, আমাদের একমাত্র পেশা কৃষি কাজ। তিন ফসলি জমির খননযন্ত্র ভেকু দিয়ে মাটি কাটছেন। এতে পাশের ফসলি জমির মাটি ভেঙে যাচ্ছে। ফলে বাধ্য হয়ে জমির মালিকেরা কম দামে তাদের কাছে জমি বিক্রি করছেন। এতে তিন ফসলি জমি কমে যাচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকেরা।

উপজেলার প্রায় একশত স্থানে প্রতিদিন রাতে ভেকু দিয়ে তিন ফসলি মাটি কেটে নিয়ে যাচ্ছে মাটি খেকুরা। এতে প্রায় গড়ে প্রতিদিন দশ একর তিন ফসলটির জমির মাটি যাচ্ছে ইটভাটায়। একদিকে তিন ফসলি মাটি কাটায় জমির শ্রেণির পরিবর্তন হচ্ছে। অপরদিকে রাস্তা-ঘাট ব্যাপক ক্ষতি হচ্ছে। ধামরাইবাসী তিন ফসলি মাটি কাটা বন্ধের দাবিতে বার বার বিক্ষোভ মিছিল ও মানব করলেও প্রশাসনের টনক নড়ছে না বলে অভিযোগ কৃষকদের।

মাটিকাটা বন্ধে প্রতিকার চেয়ে ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেছে গ্রামবাসী। অভিযোগের বিষয়ে ইউএনও তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন,অভিযোগ পেয়েছি, অতিদ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, চৌহাট ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল জব্বার খান, রিপন, মো. রনি, মোসলেম মেম্বার, সোহরাব হোসেন, আলী হোসেন প্রমুখ।

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //