প্যারাবন কেটে চিংড়িঘের নির্মাণের চেষ্টা, যুবক আটক

কক্সবাজারের ঈদগাঁওয়ে সংরক্ষিত ম্যানগ্রোভ বনাঞ্চলে চিংড়িঘের ও লবণ মাঠ নির্মাণের জন্য প্যারাবনে মাটি কাটার সময় একজনকে আটক করেছে বন বিভাগ। এসময় মাটি কাটার স্কেভেটর নিয়ে পালিয়ে যায় আরো দুজন।

আটককৃত কামরুল হাসান রবিন (২৭) নোয়াখালী জেলার এজবালিয়া উপজেলার ইসহাকপুর গ্রামের বাসিন্দা মোস্তফা কামালের ছেলে। 

গতকাল বুধবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে ঈদগাঁও উপজেলার গোমাতলী স্লুইসগেট এলাকার পশ্চিমে প্যারাবনে মাটি কাটার দায়ে তাকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন গোরকঘাটা রেঞ্জ কর্মকর্তা আইয়ুব আলী।

তিনি জানান, স্কেভেটর দিয়ে প্যারাবনে মাটি কাটার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। আমাদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে পৌঁছার আগে পশ্চিম গোমাতলী এলাকার ইসহাকের ছেলে হানিফসহ (৩৮) আরো দুইজন স্কেভেটর নিয়ে পালিয়ে যান। এসময় স্কেভেটরের হেলপারকে আটক করা হয়েছে। তারা ম্যানগ্রোভ বনাঞ্চল ধ্বংস করে চিংড়ি ঘের ও লবণমাঠ তৈরির চেষ্টা করছিলেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট ধারায়  আইনগত ব্যবস্থাগ্রহণ করা হয়েছে বলে জানান রেঞ্জ অফিসার আইয়ুব। 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //